ফের বিকাশ ভবনে সিবিআই হানা, নথি সংগ্রহ শিক্ষাসচিবের কাছ থেকে! ক্রমশ্যই ঘনীভূত হচ্ছে রহস্য

বাংলা হান্ট ডেস্কঃ নতুন বছর পরতে না পরতেই ফের একবার বিকাশ ভবনে (Bikash Bhavan) পৌঁছে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। ব্যাবধান মাত্র একটা সপ্তাহ! বুধবার সন্ধ্যা ৬টা নাগাদ ফের একবার রাজ্যের শিক্ষা দফতরের সদর কার্যালয়ে হানা দেয় দুই সদস্যের তদন্তকারী দল। জানা গিয়েছে, সেখানে শিক্ষাসচিব মণীশ জৈনের (Manish Jain) সাথে কিছুক্ষন কথা হয়েছে তদন্তকারী আধিকারিকদের।

সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি মামলার (Recruitment Scam) তদন্তে এদিন আচমকা বিকাশ ভবনে হানা দিল সিবিআই দল। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গিয়েছে, তদন্তকারীরা বিকাশ ভবনের ছ’তলায় রাজ্যের শিক্ষা সচিব মণীশ জৈনের ঘরে গিয়ে সেখানে তাঁকে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করেন। শুধু তাই নয়, গতকাল সিবিআই তরফে সংগ্রহ করা হয়েছে কিছু গুরুত্বপূর্ণ নথিও।

তদন্তকারী আধিকারিকদের সঙ্গে বেশ কিছুক্ষন কথাবার্তা বলার পর রাত সাড়ে ৮টা নাগাদ বিকাশ ভবন ছেড়ে বেরিয়ে যান শিক্ষাসচিব। সেইসময় শিক্ষাসচিব জানান, ‘‘তদন্তকারীরা কিছু নথি চেয়েছিলেন। কিছু নথি তাঁদের দেওয়া হয়েছে। আরও কিছু নথি দেওয়া হবে।’’

cbi

প্রসঙ্গত, এই প্রথম নয়! গতবছর ডিসেম্বরেই একবার একইভাবে বিকাশ ভবনে হানা দিয়েছিল তদন্তকারী দল। সেবারেও উদ্ধার করা হয়েছিল বেশ কিছু নথিপত্র। সেই রেশ কাটতে না কাটতেই ফের একবার সিবিআই হানা। ঠিক কী কারণে বিকাশ ভবনে পৌঁছেছিলেন তাঁরা সেই বিষয়ে সিবিআইয়ের তরফে এখনও কিছু জানা যায়নি। তবে সেই সময় প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ঘরের ঠিক উল্টোদিকেই একটি অফিসে যান তাঁরা। সেখান থেকে বিভিন্ন নথিপত্র বাজেয়াপ্তও করা হয় বলে জানা গিয়েছিল। সেই ২৩ ডিসেম্বরের পর ৪ জানুয়ারি, পরপর বিকাশ ভবনে সিবিআই হানা নিয়ে ক্রমশ্যই দানা বাঁধছে রহস্য।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর