‘পশ্চিমবঙ্গ পুলিশের সাহায্য চাই’, বিশেষ আর্জি নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ CBI, তারপর?

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি, পুর নিয়োগ দুর্নীতি, গরু পাচার থেকে সারদা, নারদা, কয়লা এই মুহূর্তে রাজ্যের একাধিক মামলার তদন্তে রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এর মধ্যে বহু মামলায় জড়িয়ে রয়েছে প্রভাবশালী নেতা, মন্ত্রী, বিধায়কদের নাম। শিক্ষক দুর্নীতি মামলায় গারদবন্দি খোদ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। এই আবহে তদন্তের কাজে রাজ্য পুলিশের (WB Police) সাহায্য চায় সিবিআই।

পশ্চিমবঙ্গ পুলিশের সাহায্য চেয়ে বুধবার হাইকোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (Central Bureau Of Investigation)। গোয়েন্দা সংস্থা আদালতে জানিয়েছে একসঙ্গে বহু মামলার তদন্ত করছেন তারা। ওদিকে লোকবল কম। যার জেরে তাদের সমস্যার মুখে পড়তে হচ্ছে।

বুধবার নিজেদের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay) এজলাসে হাজির হয় সিবিআই। তদন্তকারী সংস্থা তাদের সাহায্য করার জন্য রাজ্য পুলিশের ১০ জন কর্মীর জন্য আবেদন জানায়। যারা সম্পূর্ণভাবে তদন্তের কাজে তাদের সাহায্য করার দায়িত্বে থাকবে।

আরও পড়ুন: পঞ্চমীতে কোথায় কোথায় বৃষ্টি হবে? হঠাৎই স্পেশাল বুলেটিন দিল আবহাওয়া দফতর

সূত্রের খবর, এই ১০ জনের মধ্যে ২ জন সাব ইনস্পেক্টর এবং ৮ জন কনস্টেবল চাওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব যাতে এই সমস্যার সুরাহা হয় সেই বিষয়ে আবেদন জানায় সিবিআই। বিচারপতি সমস্ত বিষয় শুনে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর কাছে তৎক্ষণাৎ বিচারপতি বিশেষ নির্দেশ পাঠান।

high court

আগামী এক মাসের মধ্যে ওই ১০ জন পুলিশকে সিবিআইকে ডেপুটেশনে দিতে হবে বলে নির্দেশ দেন বিচারপতি। রাজ্য পুলিশের ওই ১০ জন কর্মী পুরোপুরি সিবিআই কর্তাদের সাহায্য করার দায়িত্বে থাকবে। তবে নির্দিষ্টভাবে তাদের কাজ কী হবে সেই বিষয়ে এদিন আদালতে কিছু জানায় নি সিবিআই।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর