বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুজো মিটতেই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) নিয়ে ফের সক্রিয় হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। শুক্রবার, একাদশীর দিন ব্যাঙ্কশাল আদালতে চূড়ান্ত চার্জশিট জমা দেওয়া হয়েছে। ৭০ পাতার এই চার্জশিটে উঠে এসেছে মানিক ভট্টাচার্য ও বিভাস অধিকারীর নাম।
পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারি দিয়ে শুরু হয়েছিল এই নিয়োগ দুর্নীতির (SSC Recruitment Scam) তদন্ত
প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) কাণ্ডের প্রথম ধাপ শুরু হয়েছিল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারি দিয়ে। এরপর তদন্তে একে একে আরও একাধিক নাম উঠে আসে। তদন্তের পর নদিয়ার নাকাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য, বীরভূমের তৃণমূল নেতা বিভাস অধিকারীসহ আরও কিছু ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তদন্তে তৎকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের সেক্রেটারি এবং একাধিক কর্মকর্তার নামও উঠে এসেছে।
মামলার (SSC Recruitment Scam) সূত্র ধরে জানা গিয়েছিল, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বড় ধরনের অনিয়ম হয়েছে। অভিযোগ, নিয়োগের সময় প্রার্থীদের থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করে, প্রভাব খাটিয়ে এবং অনৈতিক পদ্ধতিতে চাকরি দেওয়া হয়েছে প্রার্থীদের।
একাদশীর দিনে পঞ্চম সাপ্লিমেন্টারি চূড়ান্ত চার্জশিট জমা দিয়েছে সিবিআই। ৭০ পাতার এই চার্জশিটে মানিক ভট্টাচার্য ও বিভাস অধিকারী-র নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এছাড়া প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সেক্রেটারি রত্না চক্রবর্তী বাগচি-র বিরুদ্ধেও চার্জশিট জমা দেওয়া হয়েছে আদালতে।
খুব শীঘ্রই আদালতে মামলার শুনানি শুরু হবে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, চূড়ান্ত চার্জশিটের মাধ্যমে মামলার রাজনৈতিক ও সামাজিক প্রভাব বেড়ে গেছে। এটি শুধুমাত্র প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাকেই (SSC Recruitment Scam) প্রভাবিত করছে না, বরং রাজ্যের শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়েও প্রশ্নও তুলে ধরেছে।
আরও পড়ুনঃ পুজোয় পচা মাংস বিক্রি, ডায়মন্ড হারবারে হানা দিল খাদ্য সুরক্ষা দপ্তর
প্রসঙ্গত, এই মামলায় (SSC Recruitment Scam) ইতিমধ্যেই কয়েকজন প্রভাবশালী নেতা ও সরকারি আধিকারিকের নাম উঠে আসায় জনসাধারণের মধ্যে কৌতূহল ও তীব্র সমালোচনা তৈরি হয়েছে। আগামী দিনে মামলাটি নতুন মোড় নিতে পারে বলে মনে করা হচ্ছে।