পুর নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়! এবার এই বিজেপি বিধায়ককে তলব CBI-এর! তোলপাড়

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘদিন ধরেই শিরোনামে রয়েছে পুর নিয়োগ দুর্নীতি মামলা (Municipality Recruitment Scam)। রাজ্যের একাধিক পুরসভায় নিয়োগে কারচুপির অভিযোগ উঠেছে। এবার এই মামলাতেই এক বিজেপি বিধায়ককে তলব করল সিবিআই। এর আগে গত বছর অক্টোবর মাসে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার তাঁকে তলব করা হল।

  • কোন বিজেপি বিধায়ককে তলব করল সিবিআই (Municipality Recruitment Scam)?

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রানাঘাট উত্তর-পশ্চিমের বিধায়ককে তলব করা হয়েছে। বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়কে (Parthasarathi Chatterjee) সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। আগামী শুক্রবার তাঁকে নিজাম প্যালেসে হাজিরার কথা বলা হয়েছে বলে খবর।

রানাঘাট উত্তর-পশ্চিমের বিধায়ক একদা তৃণমূল কংগ্রেস পরিচালিত রানাঘাট পুরসভার চেয়ারম্যান ছিলেন। সিবিআই (CBI) সূত্রে জানা যাচ্ছে, তিনি চেয়ারম্যান থাকাকালীন সংশ্লিষ্ট পুরসভায় নিয়োগের ক্ষেত্রে কোনও রকম অনিয়ম হয়েছিল কিনা, কোন সময়ে কাদের চাকরি হয়েছে সেসব বিষয়ে জানতে চায় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুনঃ ধর্ষণ খুনে অভিযুক্ত! সঞ্জয়কে সামনে দেখে চিনতেই পারলেন না নির্যাতিতার বাবা! বললেন…

পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ২০২৩ সালের অক্টোবর মাসে পার্থসারথি চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। এবার তাঁকে নিজাম প্যালেসে তলব করা হল। জানা যাচ্ছে, এর আগে রানাঘাট পুরসভার আধিকারিক এবং অধস্তন কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবার প্রাক্তন চেয়ারম্যানকে হাজিরা দিতে বলল কেন্দ্রীয় এজেন্সি।

CBI Central Bureau of Investigation Municipality recruitment scam

উল্লেখ্য, গত জুলাই মাসে পুর নিয়োগ দুর্নীতি মামলায় (Municipality Recruitment Scam) প্রথম চার্জশিট পেশ করেছে সিবিআই। সেখানে দাবি করা হয়েছিল, ২০১৪ সালের পর থেকে কোথাও ১০০, কোথাও ২০০, কোথাও আবার ৩০০-রও অধিক অবৈধ নিয়োগ করা হয়েছে। দক্ষিণ দমদম পুরসভায় সবচেয়ে বেশি অবৈধ নিয়োগ হয়েছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। এরপরেই কামারহাটি পুরসভার নাম ছিল বলে খবর। এছাড়াও বরানগর, কৃষ্ণনগর, রানাঘাট, টিটাগড় সহ রাজ্যের একাধিক পুরসভায় একাধিক বেআইনি নিয়োগ হয়েছে বলে দাবি করেছে সিবিআই।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর