বাংলা হান্ট ডেস্কঃ দু’দিন ধরে শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) হেফাজত নিয়ে চলছিল টানাপোড়েন। অবশেষে তাঁকে হেফাজতে পেল সিবিআই (CBI)। মঙ্গলবার খালি হাতে ফিরলেও, বুধবার সন্দেশখালির ‘বাঘ’কে নিয়েই ফিরলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজ সন্ধ্যা ৬:৪০ নাগাদ শাহজাহানকে নিয়ে ভবানী ভবন থেকে বেরিয়ে যান তাঁরা। ইতিমধ্যেই মামলার কাগজপত্রও সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে সিআইডি (CID)।
প্রায় ঘণ্টা দুয়েক ভবানী ভবনে (Bhabani Bhawan) অপেক্ষা করার পর শাহজাহানকে হেফাজতে নেয় সিবিআই। এরপর সোজা জোকা ইএসআই হাসপাতালের দিকে রওনা দেয়। সেখান থেকে স্বাস্থ্যপরীক্ষা করিয়ে সাসপেন্ডেড তৃণমূল নেতাকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হবে বলে খবর। কলকাতা হাই কোর্টের নির্দেশ মতো এবার সন্দেশখালি কাণ্ডের (Sandeshkhali Issue) তদন্ত করবে সিবিআই।
আজ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার আগে ভবানী ভবনের পিছনের পথ দিয়ে বেরিয়ে তাঁকে প্রথমে এসএসকেএম হাসপাতালে নিয়ে গিয়েছিল সিআইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তখন ভবানী ভবনে অপেক্ষারত। স্বাস্থ্য পরীক্ষা করাতে তাঁকে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) নিয়ে আসা হয়েছিল বলে খবর।
আরও পড়ুনঃ ইস্তফা গ্রহণ করেনি স্পিকার! পরোয়া না করেই অবশেষে বিজেপিতে যোগ তৃণমূল বিধায়ক তাপসের
মঙ্গলবারই শাহজাহানকে সিবিআইয়ের (CBI) তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বুধবার দুপুরে পুরনো রায়ই বহাল রাখেন বিচারপতি হরিশ ট্যান্ডন। বিকেল সওয়া চারটের মধ্যে সাসপেন্ডেড তৃণমূল নেতাকে সিবিআইয়ের হাতে হস্তান্তর করার নির্দেশ দেওয়া হয়। সেই অনুযায়ী, সময়ের আগেই ভবানী ভবনে (Bhabani Bhawan) পৌঁছে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
দেখতে দেখতে পেরিয়ে যায় আদালতের দেওয়া সময়সীমা। ভবানী ভবনে অপেক্ষা করতে থাকেন সিবিআই আধিকারিকেরা। আজও কি শাহজাহানকে সিবিআই হেফাজতে পাওয়া যাবে না? দেখা দেয় এই সংশয়। অবশেষে সন্ধ্যা সাড়ে ৬টার পর তাঁকে নিয়ে ভবানী ভবন থেকে বেরোয় সিবিআই।। গতকাল খালি হাতে ফিরলেও আজ সন্দেশখালির ‘বাঘ’কে সঙ্গে নিয়েই ফিরলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।