লটারি কাণ্ডে অ্যাকশনে CBI! অনুব্রতকে জেরা করতে আসানসোল জেলে তদন্তকারী অফিসাররা

বাংলা হান্ট ডেস্কঃ লটারি কাণ্ডে (Lottery Case) তদন্তের জাল ক্রমাগত গোটানোর পথে তৎপর হয়ে উঠল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই (CBI)। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) গ্রেফতারের পর থেকেই একের পর এক বিতর্ক সৃষ্টি হয়ে চলেছে। এর মাঝেই এ বছরের শুরুতে অনুব্রতর লটারির টিকিট কেটে কোটি টাকা প্রাপ্তি ঘিরে একের পর এক জল্পনা উড়তে শুরু করে আর এবার এই কাণ্ডে নড়েচড়ে বসল তদন্তকারী সংস্থা।

লটারি কাণ্ডের তদন্তে নেমে সিবিআইয়ের মূল প্রশ্ন দাঁড়ায়, লটারির টিকিটে অনুব্রত মণ্ডলের কোটি টাকা প্রাপ্তি আদৌ সত্য ঘটনা, নাকি এর পিছনে অন্য কোন ষড়যন্ত্র রয়েছে? এক্ষেত্রে উক্ত লটারির দোকানে পৌঁছে যাওয়ার পাশাপাশি সেখানকার মালিককেও জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী সংস্থা। আর এবার এই কাণ্ডে তদন্তের জাল গোটানোর উদ্দেশ্যে অনুব্রত মণ্ডলকে জেরা করতে আসানসোল সংশোধনাগারে পৌঁছে গেল সিবিআই আধিকারিকরা। এদিন সকাল হতেই তিনজন আধিকারিক পৌঁছে যান আসানসোল সংশোধনাগারে। বর্তমানে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হয়ে চলেছে বলে খবর।

উল্লেখ্য, এ বছরের শুরুর দিকে একটি ছবি ক্রমাগত ভাইরাল হতে থাকে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যায় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল লটারিতে এক কোটি টাকা জয় লাভ করেছেন। পরবর্তীতে অনুব্রত জানান, “আমার নিরাপত্তা রক্ষীদের কাছ থেকে লটারির টিকিট কেটে কোটি টাকার প্রাপ্তির কথা অনেক শুনি। সেই সময় আমি তাদেরকে এক প্রকার মজার ছলে টিকিট কাটতে বলি। আর তাতে কোটি টাকা প্রাপ্তির ঘটনা ঘটে। তবে সেই টিকিটটা ছিল নিরাপত্তারক্ষীদের কাছে।”

তবে গত কয়েকদিনে লটারি কাণ্ডে উঠেপড়ে লেগেছে সিবিআই। অনুব্রত ইস্যুতে গত বুধবার বাপি গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল সিবিআই। উল্লেখ্য, যে লটারি দোকান থেকে টিকিট কেটে কোটিপতি হয়েছিলেন অনুব্রত মণ্ডল, সেই দোকানেরই মালিক বাপি গঙ্গোপাধ্যায়। পাশাপাশি বাপিকে আরও কয়েক দফায় জিজ্ঞাসাবাদের পাশাপাশি গতকাল সকাল হতেই বোলপুরের ওই লটারির দোকানে পৌঁছে যায় সিবিআই অফিসাররা।

jpg 20221104 133235 0000

গতকাল উক্ত লটারির দোকানে পৌঁছে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি বেশ কয়েকটি নথি নিয়ে যায় তদন্তকারী অফিসাররা। আর এদিন অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ। ফলে সবমিলিয়ে বর্তমানে সিবিআইয়ের প্রশ্ন, এক্ষেত্রে অনুব্রত মণ্ডলের লটারিতে কোটি টাকা প্রাপ্তি আসলে সত্য, নাকি এটি কালো টাকা সাদা করার চক্রান্ত? আপাতত এই বিষয়ে পরিষ্কার হতেই তল্লাশি অভিযানের পাশাপাশি জেরা শুরু করে দিয়েছে তদন্তকারী সংস্থা।


Avatar
Sayan Das

সম্পর্কিত খবর