বাংলা হান্ট নিউজ ডেস্ক: পাকিস্তান ক্রিকেট মানে নিত্যনতুন কোনও বিনোদনের যোগান। ভারতের প্রতিবেশী দেশটি একাধিক কিংবদন্তি ক্রিকেটার উপহার দিয়েছে ক্রিকেট বিশ্বকে। কিন্তু মাঠে পাকিস্তানি ক্রিকেটারদের বা পাকিস্তানের মাঠে ঘটা কিছু আশ্চর্য ঘটনা যুগে যুগে হাসির খোরাক জুগিয়ে এসেছে গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের। এবার এমনই একটা ঘটনা ফের ঘটল পাকিস্তান সুপার লিগ (PSL) চলাকালীন।
পাকিস্তান ক্রিকেট বোর্ড বহুদিন ধরেই দাবি করে আসছে যে তারা এখন দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট এবং আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে নিয়ে নিজেদের দেশের টি-টোয়েন্টি লিগ আয়োজন করতে প্রস্তুত। তাদের দেশের ক্রিকেট আয়োজিত হলে সেখানে নিরাপত্তা বা অন্যান্য গন্ডগোল হওয়ার কোনও সম্ভাবনা এখন তাদের দেশে নেই।
কিন্তু ২৬ শে ফেব্রুয়ারি পাকিস্তানের এই জনপ্রিয় লিগে যা গোটা বিশ্বে পিএসএল নামে পরিচিত, এমন একটি ঘটনা ঘটেছে যার জন্য ফের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বে সম্মানহানি হয়েছে পাকিস্তানের। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে একটি ম্যাচ আয়োজনের আগে দেখা গেল ম্যাচ সংক্রান্ত লক্ষ লক্ষ টাকার জিনিস চুরি হয়ে গিয়েছে স্টেডিয়াম থেকে।
People stole CCTV camera equipment for PSL from Gaddafi Stadium ♂️ pic.twitter.com/J32yXm8hRM
— Sushant Mehta (@SushantNMehta) February 26, 2023
পাকিস্তান সংবাদমাধ্যমের সূত্রে পাওয়া খবর অনুযায়ী স্টেডিয়াম থেকে লাইট, সিসিটিভি ক্যামেরা ও আরও নানান জিনিস সহ প্রায় ১০ লক্ষ টাকার জিনিস চুরি হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর ভারতসহ অন্যান্য দেশের ক্রিকেটপ্রেমীরা পাকিস্তানের ক্রিকেট এবং তাদের সুরক্ষা ব্যবস্থা এবং আয়োজকদের দায়বদ্ধতা নিয়ে নানান রকম ব্যাঙ্গোক্তি করে চলেছেন।
রবিবার লাহোর কালান্ডার্স এবং পেশোয়ার জালমির মধ্যে আয়োজিত হওয়ার আগে এই ঘটনা ঘটে। এটি হচ্ছে পাকিস্তান সুপার লিগের অষ্টম সংস্করণ। এই টুর্নামেন্ট আরম্ভ হওয়ার তিনি স্টেডিয়ামের স্যাটেলাইটে আগুন লেগে বন্ধ হয়ে গিয়েছিল খেলা। আর তারপর এই ঘটনা। ফলে পাকিস্তানের ক্রিকেট নিয়ে হাসাহাসি রয়েছে অব্যাহত।