শুক্রবার ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী মোদী দেশবাসীর কাছে এই বিশেষ আবেদন জানিয়েছেন। আগামী রবিবার ৫ তারিখ সবাই মোমবাতি বা প্রদীপ জ্বালিয়ে অন্তত ৫ মিনিট থাকার অনুরোধ করেছেন।
আর প্রধানমন্ত্রীর এই উদ্যোগটি বলিউড সেলিব্রিটির সমর্থন পাচ্ছে। প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে সমর্থন করেছেন বিবেক অগ্নিহোহ্ত্রী, বীর দাস, তাপসী পান্নু, রাঙ্গোলি চান্দে সহ অনেক তারকা। তাপসি পান্নু টুইট করেছেন এবং লিখেছেন-” নতুন কাজ task ইয়ে ইয়ে ইয়ে” !!! আবার পরিচালক বিবেক অগ্নিহোত্রি
লিখেছেন- “পাগলরা প্রধানমন্ত্রীকে ট্রোলিং শুরু করার আগে, আমি বলতে চাই যে প্রধানমন্ত্রী মোদী ভারতের সেরা নেতা। তারা জানেন যে কীভাবে ভারতীয়দের আবেগময় এবং আধ্যাত্মিকভাবে নেতৃত্ব দেওয়া যায়। অন্য কোন উপায় নেই”। প্রধানমন্ত্রীর এই বার্তা দেশের মানুষের কাছে সংহতির প্রতীক হিসেবে বিবেচিত হওয়ার কথা। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে অনেকেই এই নিয়ে ঠাট্টা করছেন।
চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ইতিমধ্যে মৃত্যু দূত হয়ে এসে পৌঁছেছে পৃথিবীতে। প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে। দিন থেকে রাত আর রাত থেকে দিন যে কখন চলে যাচ্ছে টা বোঝার উপায় নেই। কারণ বিপদ থেকে বাঁচতে এখন সবাই গৃহ বন্দী।এর আগে করোনা ভাইরাস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া ব্যবস্থা নিয়েছেন। আগে ২১দিন পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে তিনি লক ডাউন করেছেন।