বদলে যাচ্ছে রেশনের বহু পুরোনো নিয়ম! কেন্দ্রের নয়া সিদ্ধান্তে কাদের ‘লাভ’ কাদের ‘লস’?

Published on:

Published on:

ration(2)

বাংলা হান্ট ডেস্কঃ রেশনে (Ration) বড়সড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র সরকার। এতদিন পর্যন্ত জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় অন্ত্যোদয় রেশন গ্রাহকদের পরিবার পিছু খাদ্যশস্য চাল ও গম বরাদ্দ করা হত। বর্তমানেও সেই নিয়ম কার্যকর রয়েছে। তবে এ বার সেই নিয়মে পরিবর্তন আনার পথে কেন্দ্র। এবার পরিবারের বদলে মাথাপিছু খাদ্যশস্য বরাদ্দ করার নিয়ম আনতে চলেছে কেন্দ্রীয় সরকার।

রেশনের নিয়মে বদল আনতে চলেছে কেন্দ্র | Ration

রিপোর্ট বলছে, এই বিষয়টি কেন্দ্রীয় খাদ্যমন্ত্রকের ‘অ্যাকশন প্ল্যানে’ অন্তর্ভুক্ত করে আগামী বছর মার্চ মাসের মধ্যে যাতে চালু করা যায় সেই লক্ষ্যে এগোনো হচ্ছে। অন্ত্যোদয় পরিবারগুলির মধ্যে খাদ্যশস্য বণ্টনে বৈষম্য হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্র, সেই কারণে মাথাপিছু চাল ও গম দেওয়ার কথা ভাবা হয়েছে।

বৈষম্যর প্রশ্ন উঠছে কারণ পরিবারের সদস্যের সংখ্যা। যেমন কোনও কোনও অন্ত্যোদয় পরিবারে সদস্য সংখ্যা সাতের বেশি। আবার অনেক পরিবার আছে যেখানে সদস্য সংখ্যা ২-৩ জন। বর্তমানে মাসে ৩৫ কেজি করে খাদ্যশস্য পায় প্রতি পরিবার। এর বদলে এবার অন্ত্যোদয় পরিবারগুলিতে মাথাপিছু মাসে সাড়ে ৭ কেজি করে খাদ্যশস্য দেওয়ার কথা ভাবা হচ্ছে।

উল্লেখ্য জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় আর্থিকভাবে দুর্বল পরিবারগুলিকে অন্ত্যোদয় শ্রেণির রেশন কার্ড দেওয়া হয়। এছাড়া অন্য শ্রেণির রেশন গ্রাহকরা মাসে মাথা পিছু পাঁচ কেজি করে চাল গম পেয়ে থাকে। এবস্থা এই নয়া নিয়ম কার্যকর হলে কোনও পরিবারে চারজন পর্যন্ত সদস্য থাকলে এখনকার তুলনায় কম খাদ্য দিতে হবে কেন্দ্রকে।

আরও পড়ুন: ২০ হাজার টাকার জামিনে মুক্ত কসবা ল কলেজ কাণ্ডের অভিযুক্ত, রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টে গেলেন নির্যাতিতা

খাদ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, দেশের ১ কোটি ৭১ লক্ষ অন্ত্যোদয় পরিবারে সদস্য সংখ্যা পাঁচের কম। আর ২৫ লক্ষ ৮২ হাজার পরিবারের সদস্য সংখ্যা পাঁচের বেশি। এবার যদি নয়া নিয়ম চালু হয় তাহলে খাদ্যশস্যে সাশ্রয় হবে কেন্দ্রের। কম পরিমাণ খাদ্যশস্য দিতে হবে।

ration(1)

দেশের অধিকাংশ নাগরিকের কাছে গুরুত্বপূর্ণ রেশন। ২০২৫ সালে দাঁড়িয়েও একটা বড় অংশের মানুষ এখনও দু’বেলা দু’মুঠো খাবার জোগাড় করার জন্য এই রেশনের (Ration) উপর নির্ভরশীল।