বাংলাহান্ট ডেস্ক : সরকারি ব্যাঙ্কে শুরু হল কর্মী নিয়োগ (Recruitment)। সম্প্রতি জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী ৫০০ জনকে নিয়োগ করা হবে। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Central Bank of India) করবে এই নিয়োগ। সাফাই কর্মচারী ও সাব স্টাফ পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কারা করতে পারবেন আবেদন? কোন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন? কিভাবে করবেন আবেদন? জানুন আজকের প্রতিবেদনে।
কলকাতা-সহ বাংলার যে কোনও জেলা থেকে ইচ্ছুক চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই চাকরিতে। মহিলা-পুরুষ নির্বিশেষ সকলেই পারবেন আবেদন করতে। দুই পোস্ট মিলিয়ে ৪৮৪ টি শূন্য পদে করা হবে নিয়োগ। দশম শ্রেণী পাশ করা সকলেই করতে পারবেন আবেদন। সেক্ষেত্রে কোনও বোর্ডের শংসাপত্র থাকা বাধ্যতামূলক।
আরোও পড়ুন : না চলছে মোবাইলের নেট, না জিও ফাইবার! দেশজুড়ে মুখ থুবড়ে আম্বানির সংস্থা
শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র সহ আবেদন করতে হবে। যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষার মাধ্যমে বেছে নেওয়া হবে। ইন্সটিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন বা আইবিপিএস এই পরীক্ষার আয়োজন করবে। সেন্ট্রাল ব্যাঙ্কের তত্ত্বাবধানেই স্থানীয় ভাষাতেও একটি পরীক্ষা নেওয়া হবে। দুই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাতালিকা প্রকাশ করা হবে। সেই হিসেবে হবে নিয়োগ।
আরোও পড়ুন : খরচ হয়েছে ১২ কোটি! উদ্বোধনের আগেই নদীতে তলিয়ে গেল নির্মীয়মান সেতু, হইচই রাজ্যজুড়ে
এই পরীক্ষা হবে অনলাইনে। আইবিপিএসের পরীক্ষা হবে অনলাইনে। ৭০ নম্বরের কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি দিতে হবে পরীক্ষার্থীদের। প্রতিটা বিষয়ে ন্যূনতম কাট অফ মার্কস পেলে ৩০ নম্বরের স্থানীয় ভাষার পরীক্ষা দেওয়া যাবে। ন্যূনতম মার্কস পেলে দুটির নম্বর যোগ করে মেধাতালিকা অনুসারে নিয়োগ পত্র দেওয়া হবে। সাফাই কর্মচারী ও সাব স্টাফ পদে চাকরির জন্য অনলাইনে আবেদন বাধ্যতামূলক।
প্রথমে ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট centralbankofindia.co.in-এ লগইন করে রেজিস্ট্রেশন ও আবেদনের লিঙ্ক থেকে আবেদন করতে হবে। ২৭ জুন আবেদন গ্রহণের শেষ দিন। আবেদন মূল্য হিসেবে জেনারেলদের দিতে হবে ৮৫০ টাকা। তফশিলি জাতি (এসসি), তফশিলি উপজাতি (এসটি), বিশেষভাবে সক্ষম ও অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের ক্ষেত্রে ১৭৫ টাকা আবেদন মূল্য হিসেবে দিতে হবে। মূল বিজ্ঞপ্তি দেখে তবেই আবেদন করুন।