দুর্দান্ত খবর! কর্মী নিয়োগ করছে Central Bank of India! সীমিত আসন! কিভাবে অ্যাপ্লাই করবেন?

বাংলাহান্ট ডেস্ক : রাষ্ট্রায়ত্ত ব্যাংক সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Central Bank of India) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Central Bank of India) ২৫৩ জন স্পেশালিস্ট অফিসার নিয়োগ করতে চলেছে। গত ১৮ ই নভেম্বর নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। আজকের প্রতিবেদনে আমরা এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য আলোচনা করব।

লোক নিচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Central Bank of India)

নিয়োগকারী সংস্থা : সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া  (Central Bank of India)

পদের নাম : স্পেশালিস্ট অফিসার

মোট শূন্য পদের সংখ্যা : ২৫৩ টি শূন্য পদে এই নিয়োগ হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কোন পদে কত নিয়োগ : বিশেষজ্ঞ (আইটি এবং অন্যান্য স্ট্রীম) স্কেল IV – 10টি পদ, বিশেষজ্ঞ (আইটি এবং অন্যান্য স্ট্রীম) স্কেল III – 56টি পদ,

বিশেষজ্ঞ (আইটি এবং অন্যান্য স্ট্রীম) স্কেল II – 162টি পদ ও

আইটি (বিশেষজ্ঞ) স্কেল I – 25টি পদ।

Recruitment update this time, jobs are available in this central organization.

শিক্ষাগত যোগ্যতা : পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মানদন্ড ভিন্ন। সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি হোল্ডাররা পদগুলিতে আবেদন জানাতে পারবেন। আবেদনের যোগ্যতা সম্পর্কিত বিষয়ে আরো জানার জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তিটি পড়ুন।

বয়সসীমা : ২৭ থেকে ৪০ বছর বয়সী প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।

আরোও পড়ুন : দুর্ধর্ষ চমক KKR-এর! এবার ভেঙ্কটেশ হবেন অধিনায়ক? নিলামের মধ্যেই চলে এল বড় আপডেট

আবেদন মূল্য : আবেদন মূল্য বাবদ সাধারণ শ্রেণীর প্রার্থীদের ৮৫০ টাকা ও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ১৭৫ টাকা প্রদান করতে হবে।

নির্বাচন প্রক্রিয়া : আগামী ১৪ ই ডিসেম্বর অনুষ্ঠিত হবে অনলাইন পরীক্ষা। দ্বিতীয় ধাপ হিসাবে ২০২৫ সালের জানুয়ারি  মাসে নেওয়া হবে ইন্টারভিউ।

central bank of India 1671546845136 1671546845382 1671546845382

আবেদন প্রক্রিয়া : ইচ্ছুক প্রার্থীদের ভিজিট করতে হবে ibpsonline.ibps.in  পোর্টালে। সেখানে ‘অনলাইন অ্যাপ্লিকেশন’ লিংকে ক্লিক করে ধাপে ধাপে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আবেদন জানানোর শেষ তারিখ : ৩ রা ডিসেম্বর ২০২৪

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর