বাংলা হান্ট ডেস্কঃ নিট কাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরে উত্তাল দেশ। সেই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। সপ্তাহ দুয়েক আগে সিবিআইয়ের (Central Bureau of Investigation) হাতে তদন্তভার তুলে দেওয়া হয়। এরপর থেকেই পেঁয়াজের খোসার মতো সামনে আসছে একের পর এক তথ্য। এবার কি NEET কাণ্ডের তদন্তেই নিউ টাউনের একটি অভিজাত আবাসনে হানা দিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা?
বুধবার শহর কলকাতার নিউ টাউনের (New Town) একটি আবাসনে হানা দেয় CBI। তাদের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। সূত্র মারফৎ জানা যাচ্ছে, এদিন CBI আধিকারিকরা যে আবাসনে হানা দিয়েছেন সেটি অমিত কুমার নামের একজনের। তবে ওই অভিজাত আবাসন তালা দেওয়া ছিল। সেটি ভাঙতে একজন চাবিওয়ালাকেও নিয়ে যান সিবিআই (Central Bureau of Investigation) আধিকারিকরা।
এদিকে নিউ টাউনে CBI হানার খবর সামনে আসতেই শুরু হয়েছে চর্চা। তাহলে NEET কাণ্ডের সূত্র ধরেই এই অভিজাত আবাসনে হানা দিল কেন্দ্রীয় এজেন্সি? অনেকের মনে দেখা দিয়েছে এই প্রশ্ন। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।
আরও পড়ুনঃ মন্ত্রীর বিরুদ্ধে ‘নালিশ’ করতেই তড়িঘড়ি গ্রেফতার! যুবককে মুক্তি দেওয়ার নির্দেশ জাস্টিস সিনহার
উল্লেখ্য, NEET প্রশ্নফাঁসের ঘটনায় ইতিমধ্যেই দেশের নানান রাজ্য থেকে ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ঝাড়খণ্ড, বিহার, মহারাষ্ট্র, গুজরাট থেকে অনেকে গ্রেফতার হয়েছেন। জুন মাসের ২২ তারিখ CBI-এর হাতে এই কাণ্ডের তদন্তের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। এরপর থেকে ৭জনকে গ্রেফতার করেছে এই কেন্দ্রীয় এজেন্সি।
জানা যাচ্ছে, ধৃতদের জিজ্ঞাসাবাদের পর NEET প্রশ্ন ফাঁস কাণ্ডের দু’জন ‘হোতা’র সন্ধান পেয়েছে CBI। এর মধ্যে সিকন্দর যাদবেন্দুকে আগেই গ্রেফতার করা হয়েছে। এখন খোঁজ চলছে সঞ্জীব মুখিয়ার। সূত্র মারফৎ জানা যাচ্ছে, এই সঞ্জীব ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডের মূল হোতা। তদন্ত করার পর জানা গিয়েছে, উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড, রাজস্থান সহ বেশ কয়েকটি রাজ্যে নিয়মিত যাতায়াত করতেন। এবার এই কাণ্ডের তদন্তেই নিউ টাউনে CBI হানা হল কিনা তা এখনও জানা যায়নি।