বাংলাহান্ট ডেস্ক : এবার আদালতে নিয়োগ দুর্নীতি কাণ্ডে চাঞ্চল্যকর রিপোর্ট দিল সিবিআই। সিবিআই জানিয়েছে নিয়োগ দুর্নীতি কান্ডের তদন্ত করতে গিয়ে তারা ৩৫টি ভুয়ো সংস্থার হদিস পেয়েছেন। সিবিআই এর রিপোর্ট, নিয়োগ দুর্নীতি কান্ডে ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এমন বহু সংস্থা খুলে রেখেছিলেন।
সেই সংস্থাগুলির বিস্তারিত তথ্য খুঁজে বার করার চেষ্টা হচ্ছে ফরেন্সিক দলের মাধ্যমে। সিবিআই এর পক্ষ থেকে আদালতে নিয়োগ দুর্নীতি কান্ডের একটি রিপোর্ট পেশ করা হয়েছে। সেই রিপোর্টেই এমন চাঞ্চল্যকর দাবি করেছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, তদন্ত করতে গিয়ে এখনো পর্যন্ত সন্ধান পাওয়া গিয়েছে ৩৫টি ভুয়ো কোম্পানির।
আরোও পড়ুন : ৩০ সেপ্টেম্বর থেকে LIC বন্ধ করে দিচ্ছে জনপ্রিয় এই প্ল্যান! আপনার বিনিয়োগ থাকলে কী হবে? দেখুন
এমনকি এই সংস্থাগুলির ডিরেক্টর পদে যারা রয়েছেন, তারা নাকি নিজেরাই এই সম্বন্ধে অবগত নন। বিষয়টি নিয়ে তারা বয়ানও দিয়েছেন সিবিআই এর কাছে।সিবিআই আদালতে তথ্য পেশ করে জানিয়েছে প্রত্যেকটি ভুয়ো সংস্থার ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাটিকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্য জুড়ে।
আরোও পড়ুন : চাকরির ঝুলি খুলল পশ্চিমবঙ্গ সরকার! পঞ্চায়েত দপ্তরে ৭ হাজার কর্মী নিয়োগ, আবেদন করুন শিগগিরই
এই অ্যাকাউন্টগুলির অডিট চালানো হচ্ছে সিবিআই এর ফরেনসিক বিভাগের সাহায্য নিয়ে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আশা অডিট সম্পন্ন হলে সামনে আসবে আসল সুবিধাভোগীদের নাম। অডিট সম্পূর্ণ হলে কার টাকা কার হাত দিয়ে কার কাছে পৌঁছেছে সেই বিষয়টা অনেক পরিষ্কার হবে বলে ধারণা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার।
সিবিআই বলছে এই ভুয়ো ব্যাংক অ্যাকাউন্টগুলি ভিন্ন ভিন্ন সময়ে তৈরি করা হয়েছিল। কোটি কোটি টাকা লেনদেন হয়েছে এই অ্যাকাউন্টগুলির মাধ্যমে। একটি অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ঘুরে ঘুরেই বদল হত টাকার মালিকানা। এমনকি এই অ্যাকাউন্টগুলি ব্যবহার করে কালো টাকা সাদা করা হয়েছে বলে সিবিআইয়ের।