সোমে গ্রেফতার সন্দীপ, মঙ্গলেই নিজাম প্যালেসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কী পরিস্থিতি CBI দফতরে?

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডের পর থেকেই শিরোনামে রয়েছেন সন্দীপ ঘোষ। সোমবার তাঁকে গ্রেফতার করেছে সিবিআই (Central Bureau of Investigation)। আরজি করের আর্থিক অনিয়মের মামলায় হাতে হাতকড়া পড়েছে তাঁর। এরপর ২৪ ঘণ্টাও কাটেনি। মঙ্গলবার সকালে নিজাম প্যালেসে অগ্নিকাণ্ডের খবর সামনে এল। জানা যাচ্ছে, আজ সকালে নিজাম প্যালেসের মধ্যেকার একটি বহুতলের ৬ তলায় আগুন লাগে।

  • খবর পেতেই ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন (Central Bureau of Investigation)

নিজাম প্যালেসে সিবিআইয়ের (CBI) দফতর রয়েছে। ক্যামাক স্ট্রিটের কাছেই এই অফিস। আজ সকালে এই বিল্ডিংয়েই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের কোয়ার্টার্সে আগুন লাগে। সেই আগুন আশেপাশে ছড়ানোর আগেই স্থানীয়রা ব্যবস্থা নেন। সেই সঙ্গেই খবর দেওয়া হয় দমকলে।

   
  • সিবিআই দফতরের পরিস্থিতি কেমন?

দমকলে খবর পাঠানো মাত্রই ঘটনাস্থলে এসে হাজির হয় ৩টি ইঞ্জিন। তবে স্থানীয়দের চেষ্টাতেই আগুন নিয়ন্ত্রনে চলে আসে বলে খবর। ঠিক কী কারণে এই আগুন (Fire) লাগার ঘটনা ঘটল সেটা এখনও পরিষ্কার নয়। তবে জানা যাচ্ছে, সেখানে দু’টি সিলিন্ডার এবং ওভেন রয়েছে। রান্না করতে গিয়েই এই ঘটনা ঘটেছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ মুখ্যসচিব অতীত! গোপালিকাকে ৩টি বড় পদে বসাল মমতা সরকার! জারি নয়া বিজ্ঞপ্তি

আজ সকালে নিজাম প্যালেসের যেখানে আগুন লাগার ঘটনা ঘটেছে, সেখান থেকে সিবিআই (Central Bureau of Investigation) দফতরের দূরত্ব অনেকখানি বলে জানা যাচ্ছে। গতকাল গ্রেফতার হওয়ার পর বর্তমানে কেন্দ্রীয় এজেন্সির দফতরেই রয়েছেন সন্দীপ সহ বাকি ৩ জন। তবে নিজাম প্যালেসেই সিবিআই দফতর হওয়ার কারণে সেখানে অগ্নিকাণ্ডের খবর সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে।

Central Bureau of Investigation Nizam Palace

উল্লেখ্য, গত ১৬ আগস্ট থেকে সিবিআই জেরার মুখোমুখি হচ্ছিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ। টানা ১৫ দিন জিজ্ঞাসাবাদের পর শনি-রবি ‘ব্রেক’ ছিল। সোমবার ফের তাঁকে তলব করা হয়। সন্ধ্যায় সিজিও কমপ্লেক্স থেকে বের করে নিজাম প্যালেসে (Nizam Palace) নিয়ে যাওয়া হয় সন্দীপকে। এরপর তদন্তকারী সংস্থার তরফ থেকে জানানো হয় তাঁর গ্রেফতারির খবর। আর্থিক দুর্নীতির মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন তিনি।

সন্দীপের পাশাপাশি গতকাল রাতে সিবিআইয়ের (Central Bureau of Investigation) আর্থিক দুর্নীতি দমন শাখার হাতে আরও ৩ জন গ্রেফতার হয়েছেন। আফসার আলি, সুমন হাজরা এবং বিপ্লব সিংহকেও গ্রেফতার করেছে তদঙ্কারী সংস্থা। এদের মধ্যে সুমন এবং বিপ্লব হাসপাতালের ভেন্ডর এবং আফসার সন্দীপের নিরাপত্তারক্ষীর কাজ করতেন।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর