তোলপাড় বিকাশ ভবনে! হঠাৎ হানা CBI-র, খানা তল্লাশি সিলড্ গোডাউনে; কী আছে সেখানে?

   

বাংলাহান্ট ডেস্ক : সিবিআই (Central Bureau of Investigation) নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতে ফের একবার হানা দিল বিকাশ ভবনে (Bikash Bhavan)। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, সিবিআই আধিকারিকদের একটি দল নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতে বুধবার দুপুরে পৌঁছেছে বিকাশ ভবনে। সিবিআই পৌঁছানোর পর বিকাশ ভবনে পৌঁছায় উত্তর থানার পুলিশ।

পুলিশের তরফে কথা বলা হয় সিবিআই আধিকারিকদের সাথে। সিবিআই এর আগে প্রাথমিককে নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলার তদন্তে বিকাশ ভবনের একটি গোডাউন সিল করে। জানা গেছে, সেই গোডাউনে বুধবার আবার গিয়েছেন সিবিআই আধিকারিকেরা। উল্লেখ্য, বিকাশ ভবনে রাজ্যের শিক্ষা দফতরের সদর কার্যালয়ে গত ৪ জানুয়ারি গিয়েছিল সিবিআই।

আরোও পড়ুন : বন্দে ভারতের গতিতে “ব্রেক”! কম স্পিডে চলবে ট্রেন! এই কারণে বড় সিদ্ধান্ত রেলের

গোয়েন্দাদের থেকে পাওয়া খবর অনুযায়ী, সিবিআই-এর তদন্তকারীরা সেদিন পৌঁছেছিলেন বিকাশ ভবনে রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈনের ঘরে। সেখানে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় মণীশ জৈনকে। একই সাথে তদন্তকারীরা কিছু নথিও সংগ্রহ করেন। তারপর তদন্তকারীরা গিয়েছিলেন বিকাশ ভবনের ওই গোডাউনে। ওই গোডাউনে রাখা আছে শিক্ষা দপ্তরের বিভিন্ন কাগজপত্র।

1719396450 vikash bhawan

সিবিআই ২০২২ সালে ২৩ ডিসেম্বর ওই গোডাউনটি সিল করে। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সিবিআই ২০২৩ সালে নভেম্বর মাসেও বিকাশ ভবনে তল্লাশি চালিয়েছিল। আজকের মতো সেবারও তদন্তকারীরা গিয়েছিলেন বিকাশ ভবনের ছ’তলায়। বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ঘরের উল্টো দিকের ঘরে তদন্তকারীরা কম্পিউটার ও বিভিন্ন নথি খতিয়ে দেখেছিলেন বলে জানা যায়।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর