এবার মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব! দুর্নীতি মামলায় বড় অ্যাকশন CBI-র

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে পশ্চিমবঙ্গে নিয়োগ দুর্নীতি কাণ্ডে শোরগোল পড়ে গিয়েছে। রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বিধায়ক মানিক ভট্টাচার্য এই কাণ্ডে গ্রেফতার হয়েছেন। এছাড়াও তৃণমূলের দুই প্রভাবশালী নেতা কুন্তল ও শান্তনুও এখন এই মামলায় জেলের ঘানি টানছেন।

অন্যদিকে, গরু পাচার মামলায় তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল ও তার দেহরক্ষী সায়গল হোসেন এখন দিল্লির জেলে বন্দি। পশ্চিমবঙ্গ জুড়ে একের পর এক নেতা-মন্ত্রীকে যখন ইডি-CBI নিজেদের স্ক্যানারে রেখেছে, তখনই দিল্লি থেকে আরেক খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।

জানা যাচ্ছে যে, আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে সিবিআই। সূত্রের খবর, ১৬ এপ্রিল সকাল ১১টায় সিবিআই ওনাকে হাজিরা দিতে বলেছে। দিল্লির মদ কেলেঙ্কারি নিয়েই CBI কেজরিওয়ালকে সওয়াল জবাব করবে বলে জানা যাচ্ছে।

কেজরিওয়ালের কাছে সিবিআই তদন্তের নোটিশ পাঠানোর বিষয়ে আম আদমি পার্টির প্রথম প্রতিক্রিয়া জানিয়ে সাংসদ সঞ্জয় সিং টুইট করে লিখেছেন, “অত্যাচারের অন্ত অবশ্যই শেষ হবে।” পাশাপাশি আজ সন্ধ্যায় এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন বলেও জানান তিনি।

আপনাদের বলে দিই যে, দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে ইতিমধ্যেই দিল্লিতে নতুন আবগারি নীতিতে কেলেঙ্কারির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারি তাঁকে গ্রেফতার করে সিবিআই।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর