বাংলাহান্ট ডেস্ক : এবার কি তবে নিয়োগ দুর্নীতি মামলায় আরো বড় কোনো ঘটনা সামনে আসতে চলেছে? আগামী ১১ ই সেপ্টেম্বর সিবিআই (Central Bureau of Investigation) কোর্টে আসতে পারে দুর্নীতির খতিয়ান নিয়ে। সিবিআই দাবি করেছে, “১১ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সমান আরো বড় দুর্নীতির খতিয়ান নিয়ে আসব।”
২০১৪ সালের টেটের ওএমআর শিট (OMR Sheet) সংক্রান্ত মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এরপর বলেন, তাহলে তো সেটা ভেঙে ফেলা উচিত! অন্যদিকে, আলিপুর আদালতে নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার দফায় দফায় ভর্ৎসনার সম্মুখীন হল সিবিআই। আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক হুঁশিয়ারির সুরে সিবিআইকে দেখে নেওয়ার কথা বললেন।
আরোও পড়ুন : মিশন মলয়! কলকাতাতেই মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ, ED-কে বিশেষ নির্দেশ হাইকোর্টের
এছাড়াও বিচারক ক্ষোভ প্রকাশ করেছেন সিবিআইয়ের নবম -দশমে নিয়োগ দুর্নীতি মামলার রিপোর্টেও। আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক প্রাক্তন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের বিতর্কিত চিঠি-মামলায় বলেছেন, হয় রিপোর্ট দিন, না হলে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ আনুন। না হলে দেখে নেব।
আরোও পড়ুন : এবার দুর্নীতি খিচুড়িতেও! কোটি কোটি টাকার জালিয়াতি পরিযায়ী শ্রমিকদের জন্য তৈরি খাবারে
আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায় সপ্তাহ দুয়েক আগে নির্দেশ দিয়েছিলেন, সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর ও কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের জয়েন্ট কমিশনার যৌথভাবে এই ঘটনার তদন্ত করবেন। সূত্রের খবর, কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের জয়েন্ট কমিশনার বিচারককে চিঠি লিখে অভিযোগ জানিয়েছেন।
তিনি বলেন, বিতর্কিত চিঠি-মামলায় কুন্তল ঘোষ ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইয়ের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে না। এরপর আদালতের পর্যবেক্ষণ, এক্ষেত্রে আদালতের নির্দেশ মানছে না সিবিআই। এভাবে একে অন্যের এক্তিয়ারে হস্তক্ষেপ কখনই প্রযোজ্য নয়। সবার সহযোগিতা কাম্য।