বাংলা হান্ট ডেস্কঃ একটি বড় পদক্ষেপ গ্রহণ করে কেন্দ্রীয় সরকারের (Central Government) নগর উন্নয়ন মন্ত্রক ওয়াকফ বোর্ডের (Central Waqf Council) ১২৩টি সম্পত্তি ফিরিয়ে নেওয়ার জন্য একটি নোটিশ জারি করেছে। এই সম্পত্তির মধ্যে দিল্লির জামা মসজিদও রয়েছে। এটি ছাড়াও এতে দরগাহ এবং কবরস্থানও রয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে মনমোহন সিং সরকারের সময় জামা মসজিদ (Jama Masjid) ওয়াকফ বোর্ডকে দেওয়া হয়েছিল। বুধবার নগরোন্নয়ন মন্ত্রক এই বিজ্ঞপ্তি জারি করেছে।
উল্লেখ্য, এই বছরের শুরুর দিকে আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের ভূমি ও উন্নয়ন অফিস দুই সদস্যের কমিটির রিপোর্টের ভিত্তিতে ওয়াকফ বোর্ড থেকে ১২৩টি সম্পত্তির নিয়ন্ত্রণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।
মন্ত্রক দিল্লি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান এবং কেজরিবালের দল AAP বিধায়ক আমানুতুল্লাহ খানকে এই সিদ্ধান্ত সম্পর্কে জানিয়ে একটি চিঠি লিখেছিল। ওয়াকফ বোর্ডের কাছে পাঠানো নোটিশে কেন্দ্রীয় নগর মন্ত্রকের অধীনে ভূমি ও উন্নয়ন দফতর ওয়াকফ বোর্ডকে প্রয়োজনীয় নথিপত্র তৈরি করতে বলেছে যাতে বোর্ড ব্যাখ্যা করতে পারে কেন এই সম্পত্তিগুলি তাদের দেওয়া উচিত।
এর আগে ওয়াকফ বোর্ড দিল্লি হাইকোর্টে (Delhi High Court) আবেদন করেছিল। যাতে বলা হয়, এসব সম্পত্তি ভাঙা ও মেরামতের কাজ অন্য কেউ জেন না করে। কিন্তু গত মে মাসে হাইকোর্ট এই আবেদন খারিজ করে দেয়। এখন হাইকোর্ট থেকে রেহাই না পাওয়ার পর কেন্দ্রীয় সরকারের নগরোন্নয়ন মন্ত্রকের তরফেও ওয়াকফ বোর্ডকে নোটিশ জারি করে বলা হয়েছে যে, আপনারা যদি এই সম্পত্তি চান, তাহলে প্রয়োজনীয় কাগজপত্র পেশ করুন।