পুজোর আগেই লক্ষ্মীলাভ! এবার বেতন বাড়ল এই কর্মীদের! কার পকেটে ঢুকবে কত?

বাংলা হান্ট ডেস্কঃ উৎসবের মরসুম শুরু হতে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। রাত পোহালেই মহালয়া, তারপরেই শুরু দুর্গাপুজো। তার আগে নানান খাতে নূন্যতম মজুরি বাড়াল কেন্দ্র (Central Government)। ২০২৪ সালের ১ অক্টোবর থেকে নতুন হার কার্যকর হবে বলে জানানো হয়েছে। জানা যাচ্ছে, ভোক্তা মূল্য সূচকের সঙ্গে তাল মিলিয়ে এই বেতন বৃদ্ধি করেছে সরকার।

  • কার পকেটে কত টাকা ঢুকবে (Central Government)?

কৃষিক্ষেত্রে ‘এ’ অঞ্চলে অদক্ষ শ্রমিকদের নূন্যতম মজুরি বৃদ্ধি করে ৫০০ টাকা করা হয়েছে। ‘বি’ এবং ‘সি’ অঞ্চলে সেটা হয়েছে যথাক্রমে ৪৫৭ টাকা এবং ৪৫২ টাকা। ‘এ’, ‘বি’ এবং ‘সি’ অঞ্চলে অর্ধদক্ষ ও অদক্ষ শ্রমিকদের সুপারভাইজারদের নূন্যতম দৈনিক মজুরি বৃদ্ধি (Minimum Wage Hike) করা হয়েছে। সেই অঙ্কটা করা হয়েছে যথাক্রমে ৫৪৬ টাকা, ৫০২ টাকা এবং ৪৬২ টাকা।

   

কৃষিক্ষেত্রে দক্ষ কর্মী অথবা ক্লারিকাল পদে কর্মরত, তাঁদেরও নূন্যতম বেতন বাড়ানো হয়েছে। বর্তমানে ‘এ’ অঞ্চলে সেই অঙ্কটা ৫৯৩ টাকা করা হয়েছে। ‘বি’ এবং ‘সি’ অঞ্চলে সেটা যথাক্রমে ৫৪৬ টাকা ৫০১ টাকা। এছাড়া ‘এ’ অঞ্চলের উচ্চস্তরের দক্ষ কর্মচারীদের নূন্যতম বেতন ৬৫৬ টাকা ঠিক করা হয়েছে। ‘বি’ ও ‘সি’ অঞ্চলে সেটা করা হয়েছে ৬১১ টাকা এবং ৫৪৬ টাকা।

আরও পড়ুনঃ ১৮% DA বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের! পুজোর আগেই মিলতে পারে বড় সুখবর

নির্মাণ ক্ষেত্রে অদক্ষ শ্রমিকদের নূন্যতম দৈনিক মজুরিও বৃদ্ধি করেছে সরকার (Central Government)। ‘এ’, ‘বি’ এবং ‘সি’ অঞ্চলে সেই অঙ্কটা যথাক্রমে ৭৮৩ টাকা, ৬৫৫ টাকা এবং ৫২৬ টাকা। অর্ধদক্ষ ও অদক্ষ শ্রমিকদের সুপারভাইজারদের নূন্যতম দৈনিক মজুরি বৃদ্ধি করে ‘এ’ অঞ্চলে ৮৬৮ টাকা, ‘বি’ অঞ্চলে ৭৩৯ টাকা এবং ‘সি’ অঞ্চলে ৬১৪ টাকা করা হয়েছে।

Central Government minimum wage hike

নির্মাণ ক্ষেত্রে ক্লারিকাল পদে কর্মরত অথবা দক্ষকর্মীদেরও নূন্যতম বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ‘এ’ অঞ্চলে সেই অঞ্চটা করা হয়েছে ৯৫৪ টাকা, ‘বি’ অঞ্চলে ৮৬৮ টাকা এবং ‘সি’ অঞ্চলে ৭৩৯ টাকা। উচ্চস্তরের দক্ষ কর্মীদের নূন্যতম বেতন বৃদ্ধি করে ‘এ’ অঞ্চলে ১০৩৫ টাকা করা হয়েছে। ‘বি’ এবং ‘সি’ অঞ্চলে সেটা যথাক্রমে ৯৫৪ টাকা এবং ৮৬৮ টাকা।

এছাড়া কয়লাখনি ছাড়া অন্যান্য খনি খাতে মাটির ওপর কাজ করা অঞ্চলভিত্তিক দক্ষ, অদক্ষ শ্রমিক এবং লোডিং ও আনলোডিং সেক্টরে কাজ করা অঞ্চলভিত্তিক দক্ষ, অদক্ষ শ্রমিকদেরও বেতন বৃদ্ধি করেছে সরকার (Central Government)। পুজোর আগে এমন সিদ্ধান্তের ফলে মুখে হাসি ফুটেছে অনেকের। সংগঠিত ও অসংগঠিত মিলিয়ে অগুনতি কর্মীর মুখে হাসি ফুটেছে।

ad2
Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর