বাংলা হান্ট ডেস্ক : দেশজুড়ে টমেটোর (Tomato Price) দাম যেহারে বেড়েছে তাতে খাদ্যপ্রেমীদের অসুবিধা বেড়েছে বহুখানি। দেশের বহু অংশে প্রতি কিলো টমেটো ৩৫০ টাকা কেজি দরেও বিক্রী চলছে। জুন মাসের শুরুতে মাত্র ৪০ টাকা প্রতি কিলো দাম ছিল সেটাই জুলাইয়ের শুরুতে ১০০ টাকায় দাঁড়ায়। আর বর্তমানে সেটাই ২০০ থেকে ৩০০ টাকায় পৌঁছেছে।
নিকটবর্তী কিষানমান্ডিতে খোঁজ করলেই জানা যাচ্ছে সমস্ত সবজিই অগ্নিমূল্য। একদফায় দাম বেড়েছে বহুখানি। তবে এবার এই নিয়ে বড় স্বস্তি দিল কেন্দ্রীয় সরকার (Central Government)। জনস্বার্থে কেন্দ্রীয় সরকার আজ থেকে অর্থাৎ ১৬ জুলাই থেকে দেশের অনেক শহরে প্রতি কেজি ৮০ টাকায় টমেটো বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে।
আর কেন্দ্রের এই সিদ্ধান্তে মধ্যবিত্তের রান্নাঘরে আবারও টমেটোর প্রবেশ শুরু হয়েছে। বিগত কয়েকদিনে যেখানে টমেটোর দাম পৌঁছেছিল কেজি প্রতি ২৫০ টাকা সেখানে সরকারের এই পদক্ষেপ অনেকের কাছেই স্বস্তির। আকাশছোঁয়া দামের মধ্যে কেন্দ্রীয় সরকার ভর্তুকিতে প্রতি কেজি টমেটো বিক্রি করছে ৯০ টাকায়।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৪ জুলাই, কেন্দ্রীয় সরকার মোবাইল ভ্যানের মাধ্যমে দিল্লি-এনসিইতে প্রতি কেজি ৯০ টাকা ভর্তুকিযুক্ত হারে টমেটো বিক্রি শুরু করে। ১৫ জুলাই আরও কিছু শহরেও বিক্রি শুরু হয়। ভোক্তা বিষয়ক মন্ত্রণালয় বলছে, দেশের অনেক জায়গায় টমেটোর দাম আকাশচুম্বী। সরকার টমেটোর দাম কমানোর চেষ্টা করেছে। টমেটোর পাইকারি দাম কমেছে।
এসব শহরে সস্তায় টমেটো পাওয়া যায় : গোটা দেশে প্রায় ৫০০ টির-ও বেশি জায়গায় সমীক্ষা চালানোর পর আজ থেকে টমেটোর দাম প্রতি কেজি ৮০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দিল্লি, নয়ডা, লখনউ, কানপুর, বারাণসী, পাটনা, মুজাফফরপুর এবং আরার অনেক পয়েন্টে NAFED এবং NCCF এর মাধ্যমে টমেটো বিক্রি শুরু হয়েছে।
ন্যাশনাল কো-অপারেটিভ কনজিউমার ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড (NCCF) সরকারী নির্দেশিকা অনুসারে মহারাষ্ট্র, কর্ণাটক এবং অন্ধ্ৰ প্ৰদেশ থেকে টমেটো সংগ্রহ করা হচ্ছে। এদিকে ওখলা এবং নেহেরু প্লেসের মতো এলাকায় খুচরা আউটলেট স্থাপন করা হয়েছে। দিল্লি-এনসিআর-এ ২০ টিরও বেশি মোবাইল ভ্যান মোতায়েন করা হয়েছে। টমেটোর উপর বিরাজমান মূল্যস্ফীতি থেকে মুক্তি দিতে তৎপর হয়েছে সরকার।