বড় ঘোষণা! DA বাড়াল সরকার, ভাগ্যের শিকে ছিঁড়ল এই কর্মীদের

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ফের একবার মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা করল কেন্দ্রীয় সরকার (Central Government)। সেন্ট্রাল পাবলিক এন্টারপ্রাইজেস সিপিইএস-এর কর্মচারীদের জন্য সরকারের তরফে এই ঘোষণা করা হয়েছে। মূল্যবৃদ্ধির হারের সাথে সামঞ্জস্য রাখার জন্য সরকারের তরফ থেকে কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ প্রদান করা হয়।

জানানো হয়েছে নতুন মহার্ঘ ভাতার হার লাগু করা হবে পয়লা জুলাই ২০২৩ থেকে। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকার একটি নোটিশ দিয়ে জানিয়েছে, ১৯৯২-এর আইডিয়া প্যাটার্নের ভিত্তিতে মহার্ঘ ভাতা প্রদান করা হবে পাবলিক এন্টারপ্রাইজেস কর্মচারীদের। পয়লা জুলাই থেকে বলবৎ নতুন বেতন পরিকাঠামোয় বেতন বাড়বে অনেকটাই।

৩৫০০ টাকা বেসিক বেতন পাওয়া কর্মচারীদের DA ৭০১.৯% বৃদ্ধি পেয়ে ১৫,৪২৮ টাকা হবে। ৩৫০০ থেকে ৬৫০০ টাকা মাসিক বেতনভুক্ত কর্মচারীদের ৫২৬. ৪ শতাংশ অর্থাৎ নূন্যতম ২৪ হাজার ৫৬৭ টাকা হবে DA। ৬৫০০ এর বেশি থেকে ৯৫০০ টাকা পর্যন্ত বেতনভুক্ত কর্মচারীদের ৪২১.১ শতাংশ অর্থাৎ ৩৪ হাজার ২১৬ টাকা মহার্ঘ ভাতা হবে।

Dearness allowance

৩৫১ শতাংশ অর্থাৎ ৪০০০৫ টাকা মহার্ঘ ভাতা হবে যাদের বেসিক স্যালারি ৯৫০০ টাকার উপর।
সরকারের নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহার্ঘ ভাতা বৃদ্ধির পর যদি কোনও কর্মচারীর বেতন মূল্যবৃদ্ধির হার ৫০ পয়সার উপর চলে যায় তাহলে সেটিকে এক টাকা ধরা হবে। যেখানে সেটি ৫০ পয়সার নিচে থাকবে সেটিকে জিরো হিসাবে কাউন্ট করা হবে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X