উৎসবের মরশুমে ফের DA বাড়ানোয় সিলমোহর দিল কেন্দ্র, রাজ্যের সঙ্গে ফারাক কত জানেন?

বাংলাহান্ট ডেস্ক : পুজোর আগেই বিরাট সুখবর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (Central Government Employees) জন্য। আবারও বাড়তে চলেছে মহার্ঘ ভাতা। জানা যাচ্ছে, পঞ্চম বেতন কমিশন অনুসারে ৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়াতে চলেছে কেন্দ্রীয় সরকার। এর ফলে রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতনের ব্যবধান আরও অনেকটা বেড়ে গেল।

কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা আগেই ৩৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেতেন। রাজ্য সরকার সেখানে ৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা দিয়ে থাকে। কেন্দ্রীয় সরকারের নতুন ঘোষণার ফলে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে মহার্ঘ ভাতার তফাৎ বেড়ে দাঁড়াল ৩৫ শতাংশ। কেন্দ্রীয় সরকারের নতুন ঘোষণার ফলে অন্তত ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৫ লক্ষ পেনশনভোগী সুবিধা পেতে চলেছেন।

সপ্তম পে কমিশন অনুযায়ী ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। যদি আমরা সর্বোচ্চ বেতন গণনা করি, তাহলে  ৫৬,৯০০ টাকার বেসিক স্যালারির প্রতি মাসে ২১৬২২ টাকা ডিএ হিসাবে পাওয়া যাবে অর্থাৎ এই পে স্কেলের লোকেরা বার্ষিক ২,৫৯,৪৬৪ লক্ষ টাকার লাভ পাবেন।

গত কয়েক মাসে কেন্দ্রের মত একাধিক বিজেপি শাসিত রাজ্য তাদের কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বাড়িয়েছে। যার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং ত্রিপুরার মত রাজ্যও। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের বকেয়া ৩১ শতাংশ ডিএ এখনও দেয়নি  নবান্ন বরং  সরকারি কর্মচারীদের বকেয়া ৩১ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, তা পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ফলে আট শতাংশ হারে যেখানে ডিএ পাচ্ছেন  অন্যান্য রাজ্যের  সরকারি কর্মচারীরা। সেখানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা ৩ শতাংশ ডিএ পাচ্ছেন।


Avatar
Sudipto

সম্পর্কিত খবর