সরকারি কর্মচারীদের জন্য আসতে চলেছে সুখবর, অপেক্ষার অবসান শীঘ্রই!

Updated on:

Updated on:

government employees

বাংলা হান্ট ডেস্কঃ বহু প্রতীক্ষার অবসান! শীঘ্রই সরকারি কর্মীদের (Government Employees) অষ্টম পে কমিশন (8th Pay Commission) নিয়ে সুখবর আসতে চলেছে বলে জানা যাচ্ছে। রাজ্যসভায় এক লিখিত জবাবে অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছেন সরকার বিভিন্ন স্টেকহোল্ডারদের কাছ থেকে ইনপুট পেয়েছে। সঠিক সময়েই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অষ্টম পে কমিশন নিয়ে বড় আপডেট | Government Employees

পঙ্কজবাবু জানিয়েছেন, অষ্টম পে কমিশন নির্ধারিত সময়ের মধ্যেই সুপারিশ জমা দেবে। সঠিক সময়ে তথ্য জমা দেওয়া হবে। জানুয়ারি মাসে অষ্টম পে কমিশনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীসভা। পয়লা জানুয়ারি ২০২৬ থেকে অষ্টম পে কমিশন গঠন করা হবে বলে জানিয়েছে কেন্দ্র। তবে এখনও পর্যন্ত নয়া পে কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগের (8th Pay Commission) বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

কিছুদিন আগে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, অষ্টম বেতন কমিশন যাতে সময়ের মধ্যে সুপারিশ করা যেতে পারে এবং ২০২৬ সাল থেকেই তা কার্যকর হয় সেই লক্ষ্যে কেন্দ্র সরকার অনুমোদন দিয়েছে। উল্লেখ্য, অষ্টম পে কমিশনের মাধ্যমে ১ কোটিরও বেশি কেন্দ্র সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য সুখবর আসতে চলেছে।

প্রসঙ্গত, দশ বছর অন্তর অন্তর নয়া বেতন কমিশন কার্যকর করা হয়। সপ্তম পে কমিশনের দশ বছরের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে শেষ হতে চলেছে। ২০১৬ সালে সপ্তম পে কমিশন কার্যকর হয়েছিল। দশ বছরের সাইকেল ধরে ২০২৪-২৫ সালে অষ্টম পে কমিশন চালু হওয়ার কথা। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সাল থেকেই অষ্টম পে কমিশন কার্যকর হবে বলে মনে করা হচ্ছে।

dearness allowance

আরও পড়ুন: SIR-এর আগেই শুরু সংঘাত! রাজ্যের পাঠানো ৯ নামেই আপত্তি কমিশনের, ক্ষুব্ধ মমতা

উল্লেখ্য, বেতন প্যানেল সাধারণত ১৮ থেকে ২৪ মাসের মধ্যেই তাদের প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনের উপর ভিত্তি করে কেন্দ্র সরকার কেন্দ্র সরকারি কর্মীদের ও পেনশনভোগীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়িত করে। TOR চূড়ান্ত হয়ে যাওয়ার পরে প্যানেল তাদের প্রতিবেদন জমা দেবে তারপর ১৮ মাস মত সময় লাগবে।