ওষুধ কিনতে আর খরচ করতে হবে না একগাদা টাকা! কেন্দ্র সরকারের এই পদক্ষেপে খুশির হাওয়া

বাংলাহান্ট ডেস্ক : শারীরিক সমস্যা যেন মানুষের নিত্যসঙ্গী। আমাদের প্রায় প্রত্যেকের ঘরেই প্রয়োজনীয় বেশ কিছু ওষুধ (Medicine) সর্বদা রেখে দেওয়া হয় ফার্স্ট এইড বক্সে। বিভিন্ন সময় শরীর খারাপ হলেই প্রয়োজন পড়ে একটি বা দুটি ওষুধের। তবে দোকান থেকে এই একটি বা ওষুধ দুটি ওষুধ কেনা যায় না তার পরিবর্তে কিনতে হয় পুরো পাতাটাই। তবে এবার বদলাতে চলেছে এই নিয়ম।

অনেক সময় আমাদের একটি বা দুটি ওষুধের প্রয়োজন পড়লেও কিনতে হয় পুরোপাতা। আর এতেই পকেটে টান পরে সাধারণের। এছাড়াও ওষুধের পাতায় একটি নির্দিষ্ট জায়গাতে লেখা থাকে ওষুধ তৈরীর তারিখ এবং ওষুধ শেষ হওয়ার মেয়াদ। অনেক সময় এসব তথ্য কাটা পাতাতে না থাকার ফলে বিপদে পড়তে হয় ক্রেতাদের। তবে এবার সেই সমস্ত সমস্যা মিটিয়ে দিতে চলেছে কেন্দ্র।

medicine

সাধারণের কথা চিন্তা করে কেন্দ্রীয় সরকার আনছে নতুন পরিকল্পনা। এর ফলে যেমন উপকৃত হবেন উপভোক্তারা ঠিক তেমনি উপকৃত হবেন দোকানদাররা। কেন্দ্রীয় মন্ত্রকের তরফে প্রকাশ্যে এসছে একটি বিজ্ঞপ্তি যেখানে জানানো হয়েছে,  এতদিন পর্যন্ত ওষুধের পাতার কেবলমাত্র একটি জায়গায় প্রয়োজনীয় তথ্য দেওয়া থাকতো তবে এবার থেকে প্রতিটি ট্যাবলেটে তৈরির তারিখ, ব্যাচ নম্বর, মেয়াদ উত্তীর্ণ তারিখের মতন বিশদ বিবরণ দেওয়া হবে।

এতে খুব সহজেই সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন উপভোক্তা এবং ক্রেতারা। এছাড়াও এবার প্রয়োজন হলে দোকান থেকে কেনা যাবে একটি বা দুটি ওষুধ। সম্পূর্ণ ওষুধের পাতা আর কিনতে হবে না। সূত্রের খবর, এ বিষয়ে ওষুধ শিল্পের প্রথম সারির শিল্প নেতাদের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক করেছেন উপভোক্তা বিষয়ক মন্ত্রক। বৈঠকে আলোচনা হয়েছে প্যাকেজিং বিষয় নিয়েও।

additiya

সম্পর্কিত খবর