বাংলাহান্ট ডেস্ক : কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফে সম্প্রতি প্যান কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। PAN 2.0 নিয়ে এখন সবার মধ্যে আলোচনা তুঙ্গে। আপনিও যদি নতুন অত্যাধুনিক এই প্যান কার্ড সম্পর্কে কৌতুহলী হয়ে থাকেন তাহলে আজকের প্রতিবেদনটি মন দিয়ে পড়ে ফেলুন। এই প্রতিবেদনে আমরা PAN 2.0 নিয়ে সব ধরনের জিজ্ঞাসার উত্তর দেওয়ার চেষ্টা করেছি।অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি (সিসিইএ) গত ২৫ শে নভেম্বর প্যান ২.০ প্রকল্পটিতে গ্রিন সিগন্যাল দেয়।
আরোও পড়ুন : বিধায়কদের ‘বেড়ি’ পরাতে WhatsApp গ্রুপ খুললেন মমতা! অ্যাডমিনের নামটা চমকে দেবে!
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় বর্তমান প্যান কার্ড হোল্ডারদের প্যান নম্বর একই থাকলেও সেটি আপগ্রেড করাতে হবে। কোনও রকম টাকাপয়সা ছাড়াই প্যান কার্ড আপগ্রেড করতে পারবেন আয়করদাতারা। কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফে দাবি করা হয়েছে, প্যান ২.০ আগের থেকে আরো অনেকটা বেশি সুরক্ষিত। নতুন প্যান কার্ডে সরকারের তরফে রাখা হচ্ছে একটি বিশেষ কিউআর কোড।
সম্পূর্ণ বিনামূল্যে কেন্দ্রীয় সরকারের (Central Government) ইমেইলে প্যান ২.০ পেতে পারেন:
কোনো রকম চার্জ ছাড়াই প্যান ২.০ আপনারা পেতে পারেন নিজেদের ইমেইল আইডিতে। এনএসডিএলের অফিসিয়াল ওয়েবসাইট https://www.onlineservices.nsdl.com/paam/requestAndDownloadEPAN.html -এ ভিজিট করে আবেদন জানাতে হবে।
এই লিংকে ক্লিক করলে আপনার কাছে জানতে চাওয়া হবে প্যান নম্বরের তথ্য, আধার কার্ড, জন্ম তারিখ ইত্যাদি। সমস্ত তথ্য পূরণ করার পর সাবমিট বটনে ক্লিক করলে তথ্য যাচাই করার পেজ খুলে যাবে। তারপর সেটাতে কনফার্মেশন দিলে মোবাইল নম্বরে আসবে ওটিপি। সেই ওটিপি ইনপুট করে শেষ করতে হবে আবেদন প্রক্রিয়া। তারপর আপনার রেজিস্টার্ড ইমেইল আইডিতে পাঠিয়ে দেওয়া হবে নতুন QR কোড সম্বলিত প্যান ২.০।