বাংলা হান্ট ডেস্ক: দেশের (India) কৃষকদের জন্য এবার সামনে এল বড় সুখবর। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ২০ তম কিস্তির অপেক্ষার আবহেই, মোদী সরকার একটি নতুন প্রকল্প নিয়ে আসার প্রস্তুতি নিয়েছে। এই প্রকল্পটি সরাসরি ১.৭ কোটি কৃষককে উপকৃত করবে। যেটির নাম প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনা। এই প্রকল্পটি বুধবার কেন্দ্রীয় সরকার কর্তৃক অনুমোদিত হয়েছে।
দেশের (India) কৃষকদের জন্য বড় সুখবর:
প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনার জন্য ২৪,০০০ কোটি টাকার বাজেট পাস করা হয়েছে। যেটিতে ৩৬ টি উপ-যোজনা অন্তর্ভুক্ত থাকবে। ক্যাবিনেট বৈঠকে, কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনা অনুমোদন করেছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ২০২৫-২৬ বাজেটে এই কৃষি প্রকল্পের ঘোষণা করেছিলেন। বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী জানিয়েছিলেন, “বিদ্যমান প্রকল্প এবং বিশেষ ব্যবস্থার সমন্বয়ে, এই কর্মসূচি ১০০ টি এমন জেলাকে কভার করবে যেখানে উৎপাদনশীলতা কম এবং ক্রেডিট প্যারামিটার এবারেজের নিচে রয়েছে।” এর অর্থ হল সরকার দেশের (India) সেইসব ক্ষেত্রগুলিতে মনোনিবেশ করবে যেখানে কৃষি উৎপাদন কম।
📡LIVE NOW 📡
Cabinet Briefing by Union Minister @AshwiniVaishnaw
📍 National Media Centre, New Delhi
Watch on #PIB‘s 📺
➡️Facebook: https://t.co/ykJcYlNrjj
➡️YouTube: https://t.co/cankVnU2kqhttps://t.co/tAhyyODdyx— PIB India (@PIB_India) July 16, 2025
কৃষকদের আয় বৃদ্ধি পাবে: এই প্রকল্পের লক্ষ্য হল কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি করা। এছাড়াও, কৃষকদের বিভিন্ন ধরণের ফসল চাষে উৎসাহিত করার পাশাপাশি জনগণকে টেকসই কৃষি পদ্ধতি গ্রহণে উদ্বুদ্ধ করাও অন্যতম লক্ষ্য থাকবে। সরকারের অনুমান যে এই কর্মসূচি থেকে দেশের (India) প্রায় ১.৭ কোটি কৃষক উপকৃত হবেন। অর্থাৎ, সামগ্রিকভাবে প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনা কৃষকদের আয় বৃদ্ধি থেকে শুরু করে কৃষিকাজের উন্নতিতেও সহায়তা করবে।
আরও পড়ুন: “সমগ্র ভারতীয় ফুটবল সিস্টেম….”, ISL স্থগিত হওয়ায় চিন্তিত সুনীল ছেত্রী, নেটমাধ্যমে জানালেন উদ্বেগ
প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনা: গত বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনার ঘোষণা করেছিলেন। এই প্রকল্পের উদ্দেশ্য কৃষকদের আধুনিক কৃষিকাজের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে কৃষিকে আধুনিকীকরণ করা। মূলত, এই প্রকল্পের মাধ্যমে, কৃষকদের আয় এবং উৎপাদন বৃদ্ধির ওপর জোর দেওয়া হবে। নিম্ন ঋণের মান সম্পন্ন ১০০ টি জেলা এই প্রকল্পের আওতায় থাকবে।
আরও পড়ুন: ইতিহাসের সাক্ষী হলেন বৈভব সূর্যবংশী! ইংল্যান্ডে ৩৪ বছরের পুরনো বিশ্বরেকর্ড ভাঙল ভারত
কৃষকরা কীভাবে উপকৃত হবেন:
১. কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে
২. শস্য বৈচিত্র্যকরণ অর্থাৎ বিভিন্ন ধরণের ফসলের চাষ
৩. টেকসই কৃষি পদ্ধতি গ্রহণের ও পর জোর দেওয়া
৪. ফসল কাটার পর পঞ্চায়েত এবং ব্লক পর্যায়ে মজুত বৃদ্ধি
৫. সেচের সুবিধা উন্নত করা
৬. কৃষকদের ঋণ পাওয়া সহজ হবে