আর মাত্র কয়েকদিন! ফের DA বৃদ্ধির পথে হাঁটছে কেন্দ্র, কতটা বাড়বে বেতন ?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : সরকারিভাবে মোদি সরকার এখনো মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধি নিয়ে কোনও রকম সরকারি ঘোষণা করেনি। তবে জানা যাচ্ছে এই বিষয়টি নিয়ে আলোচনা চলছে। সূত্রের খবর, মার্চের শেষ সপ্তাহেই সরকার এই বিষয়ে কোনো ঘোষণা করতে পারে।

বিভিন্ন সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, কেন্দ্রীয় সরকার (Central Government) সম্ভবত ৪% ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে চলেছে। বর্তমানে ৩৮% মহার্ঘ ভাতা পান কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। আশা করা হচ্ছে সেই পরিমাণটা বেড়ে গিয়ে হতে পারে ৪২%।

কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে খুব শীঘ্রই সিদ্ধান্ত নিতে চলেছে। এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে কেন্দ্রীয় স্তরে। তবে কবে নাগাদ মহার্ঘ ভাতা বৃদ্ধি হবে সেই বিষয় এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। কেন্দ্রীয় সরকার শেষবার মহার্ঘ ভাতা ঘোষণা করেছিল গত বছর ২৮শে সেপ্টেম্বর।

সেই সময় কর্মচারীদের ৪% মহার্ঘভাতা বৃদ্ধি করা হয়েছিল। এরপর দীর্ঘদিন কেটে গেলেও মহার্ঘ ভাতা বাড়েনি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের।সাধারণত মহার্ঘ ভাতা ক্যালকুলেট করা হয় প্রাথমিক বা বেসিক স্যালারির উপর নির্ভর করে।

Dearness allowance

যার যত বেসিক স্যালারি তার উপর যুক্ত হয় ডিএ। মার্চ মাসে যদি মহার্ঘভাতা ঘোষণা করা হয় তবে কর্মচারীরা ১লা জানুয়ারি ২০২৩ এর হিসাব অনুযায়ী এই ভাতা পাবেন। মহার্ঘ ভাতা ঘোষনা হলে উপকৃত হবেন ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং ৬৫ লক্ষ পেনশনভোগী।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X