র‍্যাপিড টেস্টে নেগেটিভ রিপোর্ট আসা রোগীদের আবারও পরীক্ষা করাতে হবে! রাজ্য গুলোকে জানালো কেন্দ্র

বাংলা হান্ট ডেস্কঃ গোটা দেশে (India) করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে রেকর্ড প্রায় ৯৬ হাজার নতুন মামলা ধরা পড়েছে। গোটা দেশে সংক্রমণের মামলা বেড়ে ৪৪ লক্ষে পৌঁছেছে। আর এরমধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রালয় সমস্ত রাজ্য আর কেন্দ্র শাসিত অঞ্চল গুলোকে নির্দেশ দিয়েছে যে, করোনার লক্ষণ থাকা যতগুলো রোগীর র‍্যাপিড টেস্টে রেসাল্ট নেগেটিভ এসেছে, তাঁদের আরটি-পিসিআর পরীক্ষা করতে হবে। এরফলে করোনা ভাইরাসে সংক্রমিত প্রতিটি ব্যাক্তির খোঁজ পাওয়া যাবে আর সংক্রমণ ছড়ানো থেকে রোখা যাবে।

ICMR আর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রালয়ের নির্দেশিকায় পরিস্কার বলে দেওয়া হয়েছে যে, আরটি তে সংক্রমণ মুক্ত পাওয়া রোগীদের মধ্যে পরীক্ষার দুই থেকে তিনদিন পর আবারও লক্ষণ দেখা দিয়েছে। তাঁদের আরটি-পিসিআর এর মাধ্যমে আবারও পরীক্ষা করানো দরকার। মন্ত্রালয় জানিয়েছে যে, যাঁদের সংক্রমণ মুক্ত হওয়ার রিপোর্ট ভুল এসেছে, সময়মত তাঁদের খোঁজ করে আইসোলেট করতে হবে, আর হাসপাতালে ভরতি করানো হবে।

সরকার এই নির্দেশিকা সেই সময় জারি করেছে, যখন দেশের ৬০% মামলা শুধুমাত্র চারটি রাজ্য থেকেই সামনে এসেছে। বুধবার মহারাষ্ট্রে ২৩ হাজার ৫৭৭ টি মামলা সামনে এসেছে। আর অন্ধ্রপ্রদেশে ১০ হাজার ৪১৮ টি মামলা সামনে এসেছে। বৃহস্পতিবার গোটা দেশে ১ হাজার ১৭২ জনের মৃত্যু হয়েছে। আর এরমধ্যে ৬৯ শতাংশ মৃত্যু পাঁচটি রাজ্যে হয়েছে। ওই রাজ্য গুলো হল, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক, দিল্ল আর অন্ধ্রপ্রদেশ। এদের মধ্যে ৩২ শতাংশ মানুষের মৃত্যু শুধুমাত্র মহারাষ্ট্রেই হয়েছে।

মন্ত্রালয় এও জানিয়েছে যে, সংক্রমণের মামলায় নজর রাখার জন্য রাজ্যস্তরীয় আর জেলাস্তরীয় টিম অথবা আধিকারিকদের তরফ থেকে তৎকাল একটি নজরদারি প্রক্রিয়া স্থাপিত করা হোক। এই দল রাজ্য আর জেলায় নিয়মিত ভাবে হওয়া র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের তথ্য গুলো নিয়ে বিশ্লেষণ করুক। এর সাথে সাথে এটাও নির্ধারিত করুক যে, বিনা লক্ষণের রোগী গুলো সংক্রমণ মুক্ত হয়েছে, আর তাঁদের পরীক্ষা করানোয় যেন কোনোভাবে বিল্মব না হয়।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর