বাংলাহান্ট ডেস্ক : অগ্নিপথ প্রকল্ক নিয়ে উত্তপ্ত গোটা দেশ। একাধিক সংগঠন আজ ভারত বনধও ঢেকেছে। এখনও পর্যন্ত এই বিক্ষোভের উত্তাপ ছড়িয়ে পড়েছে দেশের ১২-১৩টি রাজ্যে। তবে এই অগ্নিপথ বিরোধী বিক্ষোভ যাতে আর ছড়িয়ে না পড়ে তার জন্য এবার পদক্ষেপ করল কেন্দ্র। সরকার নিষিদ্ধ করল ৩৫টি হোয়াটসঅ্যাপ গ্রুপ। ভুয়ো খবর ছড়িয়ে পড়া রুখতেই সরকারে এই পদক্ষেপ বলে জানা যাচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই খবর জানানো হয়েছে। এরই সঙ্গে ভুল তথ্য ছড়ানো ও হিংসাত্মক কাজে প্ররোচনা দেওয়ার অভিযোগে জড়িত ব্যক্তিদেরও খোঁজ চালানো হচ্ছে। বিশেষ সূত্রে জানা যাচ্ছে এখনও পর্যন্ত ১০ জনকে এই অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
কেন্দ্রের প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফ থেকে জানানো হয়েছে এই তথ্য যাচাই করার কথা। তার জন্য করা হয়েছে বিশেষ ব্যবস্থাও। অগ্নিপথের বিরোধিতায় দেশের বিভিন্ন রাজ্য থেকেই বিক্ষোভের ছবি সামনে আসছে।
প্রসঙ্গত, গত ১৪ জুন এই নতুন অগ্নিপথ প্রকল্পের কথা ঘোষণা করে কেন্দ্র। তার পরেই অভিযোগ ওঠে, সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক নিয়োগ শুরু করতে চাইছে প্রতিরক্ষা মন্ত্রক। শুরু হয় প্রতিবাদ। অগ্নিপথ-বিক্ষোভের জেরে ইতিমধ্যেই অগ্নিগর্ভ বিহার-সহ একাধিক রাজ্য। বিহারে ও মধ্যপ্রদেশে নির্বিচারে ভাঙচুর চালায় প্রতিবাদকারীরা। পোড়ানো হয় ট্রেন ও সরকারি সম্পত্তিও। সোমবার অগ্নিপথের বিরোধিতায় ভারত বনধের ডাক দিয়েছে একাধিক সংগঠন। এই বনধ মোকাবিলায় কড়া পদক্ষেপ করছে সরকারও। স্পর্শকাতর এলাকায় মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী। জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারও বিরোধিতা করেছে এই বনধের। আইনশৃঙ্খলা বজায় রাখতে সতর্ক করা হয়েছে প্রশাসনকে।