বাংলাহান্ট ডেস্ক : ভারতের টেলিকম শিল্প (Telecom industry) নিয়ে রীতিমতো হতাশ এয়ারটেল (Bharti Airtel) সিইও সুনীল মিত্তল। ভারতের টেলিকম সেক্টরে দামের কাঠামো রীতিমতো দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন তিনি। বুধবার পোস্ট আর্নিং আলোচনা সভায় এমনই মন্তব্য সুনীল মিত্তলের।
পোস্ট আর্নিং আলোচনা সভায় সুনীল মিত্তল বুধবার বলেন, “আশা করছি ভবিষ্যতে টেলিকম সেক্টরে কিছুটা হলেও শ্রী বৃদ্ধি ঘটবে, যাতে খুব বেশি দেরি হওয়ার আগে দাম কিছুটা বৃদ্ধি করা যায়।” সুনীলের এই পোস্টের পর অবশ্য রীতিমতো ঝড় উঠেছে টেলিকম দুনিয়ায়।
রীতিমত ব্যাখ্যা দিয়ে এয়ারটেল কর্ণধার বলেন, “আমাদের ক্ষেত্রে ২৪০-২৫০ টাকা থেকে শুরু হয়েছে রিচার্জ প্ল্যান। আপনি এতে পাবেন দেড় জিবি করে ডেটা। এর সাথে আনলিমিটেড কল, এসএমএস পাঠানোর সুবিধা। এর ফলে ব্যবহারকারীদের বেশি টাকা দিয়ে প্ল্যান কেনার প্রয়োজন নেই।”
এরই সাথে তার দাবি, “তবে আদর্শ ক্ষেত্রে আপনার ১০০ টাকার একটি প্ল্যান থাকা উচিত। এতে সুবিধা কম পাবেন। আবার ২০০ টাকায় কিছুটা বেশি সুবিধা পাবেন। আবার ধরুন আরো বেশি বেনিফিট পাবেন ১০০০ টাকার প্ল্যানে। এমন করলেই গ্রাহক পিছু আয় বাড়বে সংস্থার।”
সূত্রের খবর অনুযায়ী বর্তমানে এয়ারটেলের গ্রাহক পিছু আয় দাঁড়িয়েছে ১৯৩ টাকা। এই একই অবস্থা চলে আসছে গত দুই ত্রৈমাসিক ধরে। রিলায়েন্স Jio-র ক্ষেত্রে এটি ১৭৮.৮০ টাকা এবং ভোডাফোন আইডিয়া(Vi)-র ক্ষেত্রে ১৩৮ টাকা।