বাংলা হান্ট ডেস্কঃ রাজস্থানের ৬ জেলার পঞ্চায়েত নির্বাচন শেষ হয়েছে আর গণনাও হয়ে গিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলতের জেলা যোধপুরে ২১ টি পঞ্চায়েত আসনের মধ্যে শাসক দল কংগ্রেস ১২ আর ভারতীয় জনতা পার্টি ৭টি আসন জিতেছে। এছাড়াও রাষ্ট্রীয় লোকতান্ত্রিক দল (RLSP) ২টি আসন পেয়েছে।
জেলার চামু পঞ্চায়েত সমিতিতে রাষ্ট্রীয় লোকতান্ত্রিক দল থেকে ১০০ দিনের কাজ করা লেবারকে প্রধান বানানো হয়েছে। প্রধান হওয়ার আগে গুড্ডি নামের ওই মহিলা ১০০ দিনের কাজ করতেন।
গুড্ডি চামু পঞ্চায়েত সমিতির ওয়ার্ড নং ৬ থেকে ২৪২টি ভোটে জয়লাভ করেছেন। ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত গুড্ডি মনরেগা শ্রমিক হিসেবে কাজ করেছেন। চামু পঞ্চায়েত সমিতির ১৫ জন সদস্যের মধ্যে বিজেপি ৫, কংগ্রেস ৫ আর রাষ্ট্রীয় লোকতান্ত্রিক দল ৫টি করে আসনে জয়লাভ করেছে।
সংখ্যাগরিষ্ঠতা কেউ পায়নি। তবে RLSP-র ১০০ দিনের কাজ করা জয়ী প্রার্থী গুড্ডিকে সমর্থন করে তাঁকে প্রধানের আসনে বসিয়েছে বিজেপি।