এই একটি কারণের জন্যই ছেলেরা দ্রুত হারিয়ে ফেলে পুরুষত্ব! জানেন কী বলছেন আচার্য চাণক্য?

বাংলাহান্ট ডেস্ক : অর্থনীতিবিদ, দার্শনিক ও রাজ-উপদেষ্টা এবং অর্থশাস্ত্র নামক রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক বিখ্যাত গ্রন্থের রচয়িতা আচার্য চাণক্য (Chanakya) আজও সমাদৃত সমাজের প্রতিটি ক্ষেত্রে। রাষ্ট্রবিজ্ঞান ও কূটনীতিতে চাণক্য ছিলেন প্রাচীন ভারতের একজন দিকপাল। অর্থনৈতিক বিকাশে আচার্য চাণক্যর (Chanakya) তত্ত্বগুলি বিশেষ ভূমিকা নিয়েছিল।

রাষ্ট্রবিজ্ঞানে অসাধারণ পাণ্ডিত্যের জন্য চাণক্যকে ভারতের মেকিয়াভেলি নামেও ডাকা হয়ে থাকে। মানব জীবনের একাধিক বিষয় নিয়ে আচার্য চাণক্য নিজের মত পোষণ করে গেছেন। অনেকেই মনে করেন আচার্য চাণক্যর রচিত নীতিগুলি মেনে চললে জীবন আরো সমৃদ্ধ ও সুশৃঙ্খল হতে পারে।

   

আচার্য চাণক্য (Chanakya) কী বলে গেছেন ছেলেদের কম বয়সে পুরুষত্ব লোপ পাওয়া নিয়ে?

অনেকেই রয়েছেন যারা বয়সের আগেই বুড়িয়ে যান। দ্রুত তাদের জীবনে চলে আসে বার্ধক্য। কিন্তু জানেন কোন ভুলে হয় এমনটা? আচার্য চাণক্য (Chanakya) বলছেন যারা বেশি পায়ে হাঁটেন তাদের জীবনে বার্ধক্য আসে তাড়াতাড়ি। আচার্য চাণক্য বলে গেছেন, যৌবন ধরে রাখতে চাইলে বেশি হাঁটাহাঁটি করবেন না।

আরোও পড়ুন : স্লো হয়ে যাচ্ছে ইন্টারনেট কানেকশন? জাস্ট চেঞ্জ করুন এই সেটিংসটা, রকেটের মত চলবে Jio’র নেট

চাণক্য (Chanakya) পন্ডিত মনে করেন পায়ে হেঁটে বেশিদূর যাওয়া উচিত নয়। সেক্ষেত্রে সাহায্য নেওয়া উচিত যানবাহনের। আচার্য চাণক্যর এই বক্তব্যের পিছনে কিন্তু বিজ্ঞান রয়েছে। যারা খুব বেশি হাঁটাহাঁটি করেন তাদের অধিক পরিশ্রম হয়। এছাড়াও অত্যধিক রোদে ঘুরলে ক্ষতি হয় ত্বকের। যার জেরে ফিকে হতে থাকে যৌবন।

11 05 424273317chanakya nit3 1

মানুষের সাথে সাথে চাণক্য (Chanakya) পোশাকের কথাও বলে গেছেন যেগুলো সময়ের আগে ফিকে হয়ে যায়। আচার্য চাণক্য মনে করেন রোদে বেশিক্ষণ জামাকাপড় মেলে রাখলে তাড়াতাড়ি পুরনো হয়ে যায়। এছাড়াও চাণক্যর মতে বেশিক্ষণ রোদে ঘোড়াকে বেঁধে রাখলে সে তাড়াতাড়ি বৃদ্ধ হয়ে যায়। ক্ষয় করে শক্তি।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর