বাংলাহান্ট ডেস্ক : আমাদের দেশের চাণক্য পণ্ডিত ছিলেন একজন অর্থনীতিবীদ, কূটনীতিক। চাণক্যকে সারা বিশ্বের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক হিসেবেও বিবেচিত করা হয়। চাণক্যর নীতি অনুসরণ করলে সহজ হয়ে ওঠে জীবন। অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, কূটনীতি এবং সমাজবিজ্ঞানে চাণক্যর দক্ষতা ছিল চোখে পড়ার মতো।
একজন মানুষের জীবন কীভাবে আরো উন্নত ও সহজ হতে পারে সেই বিষয়ে তিনি তাঁর নীতি শাস্ত্রের বইতে আলোচনা করেছেন। পন্ডিত চাণক্যর নীতি কথা আজও বহু মানুষকে অনুপ্রাণিত করে। অনেকেই মনে করেন চাণক্যের নীতি শাস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই।
আরোও পড়ুন : দিতে হবে না পরীক্ষা! মিলবে মোটা বেতনের দুর্দান্ত চাকরি, প্রচুর কর্মী নিয়োগ আয়কর বিভাগে
চাণক্যর নীতিশাস্ত্র অনুযায়ী প্রত্যেকটি মানুষের মানসিক শান্তি খুবই গুরুত্বপূর্ণ। যে ব্যক্তির মন শান্ত সে সহজেই সফলতার শীর্ষে উঠতে পারে। চাণক্য পন্ডিত তাঁর নীতিশাস্ত্রের বইতে এমন কিছু উপদেশ দিয়ে গেছেন যা পালন করলে একজন ব্যক্তির জীবন থেকে দূরে থাকবে স্ট্রেস ও বিতর্ক।
আরোও পড়ুন : নতুন করে ফের পশ্চিমী ঝঞ্ঝা! তছনছ হবে সব, দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল IMD
•এড়িয়ে চলতে হবে রাগ: চাণক্য বলছেন একজন মানুষের রাগ জীবনে সৃষ্টি করে বিতর্কের। যে ব্যক্তির রাগ রয়েছে, সবাই সেই ব্যক্তিকে এড়িয়ে চলে। মানুষের জীবনের ভালো গুণাবলী থেকে বিচ্যুতি ঘটায় রাগ। তাই সর্বদা মানুষের উচিত রাগ থেকে দূরে থাকা।
•বড়াই না করা: চাণক্যের মতে অহংকার ত্যাগ করতে হবে। অহংকার এমন একটি জিনিস যা মানুষের জীবন ধ্বংস করে দিতে পারে। নিজেদের নিয়ে যারা গর্বিত তারা বঞ্চিত হন মা লক্ষ্মীর আশীর্বাদ থেকে। জীবনের সফলতা পাওয়ার জন্য দূর করতে হবে অহংকার।