বুদ্ধিতে শান দিতে চান? অবশ্যই মেনে চলুন চাণক্যের এই ৫ বাজিমাত, কিস্তিমাত করতে পারবেন সবাইকে

Published On:

বাংলাহান্ট ডেস্ক : একজন মহান অর্থনীতিবিদ এবং দার্শনিক হিসেবে এক সময় খ্যাতি অর্জন করেছিলেন আচার্য চাণক্য (Chanakya) বা কৌটিল্য। আচার্য চাণক্য জীবন সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করেছেন নিজের নীতি শাস্ত্রে। তাই এই নীতিশাস্ত্র আজও সমান প্রাসঙ্গিক। শুধু কি তাই, আজও মানুষকে অনেক সমস্যা থেকে মুক্ত করে চাণক্যের কথাগুলি।

চাণক্যের (Chanakya) বিশেষ বাণী

চাণক্যের (Chanakya) দেওয়া প্রত্যেকটি পরামর্শ যদি কেউ মেনে চলতে পারেন তাহলে সফলতা জীবনে আসতে বাধ্য। তাঁর নীতি শাস্ত্রে চাণক্য শুধু ব্যবসা সংক্রান্ত শিক্ষা দিয়েছেন, তেমনটা নয়। জীবনের একাধিক গুরুত্বপূর্ণ শিক্ষাও লিখেছেন তিনি। তাঁর দেওয়া সেই শিক্ষা অনুসরণ করলে যে কেউ জীবনে উন্নতি করতে পারবেন। নীতিশাস্ত্রে (Chanakya Niti) বেশ কিছু অভ্যাসের বলেছেন কৌটিল্য।

18 06 2023 chanakya niti tips 1 23444961

তাঁর এই নীতিগুলি মেনে চললে সহজেই হয়ে উঠতে পারবেন বুদ্ধিমান। বুদ্ধিমান মানুষরা সব সময় এগিয়ে থাকেন। কূটনীতিবিদ কৌটিল্যের মতে,নিজেদের প্রেম জীবনের কথা সবাইকে বলা একেবারেই উচিত নয়। নাহলে অনেকেই আপনার সঙ্গীকে নিয়ে একাধিক প্রশ্ন তুলতে পারে। চাণক্য নীতি অনুসারে, বাড়ির ভিতরকার যে কোনো খবর হোক কিংবা একান্ত ব্যক্তিগত সমস্যা কখনও বাইরে কাওকে বলা উচিত নয়।

আরোও পড়ুন : চার বছর কাজ ছিল না হাতে! প্রাক্তন প্রেমিককে কি বলেছিলেন শুভশ্রী?

তাতে সুযোগ খুঁজতে পারে আপনার শত্রুরা। পরনিন্দা পরচর্চা থেকে সব সময় দূরে থাকুন। নিজের ওষুধ- রোগ এসব বিষয় নিয়ে কারোর সঙ্গে আলোচনা না করার পরামর্শ দিয়েছেন কৌটিল্য (Chanakya)। কারণ তাতে স্বাস্থ্যের ক্ষতি হওয়ার সম্ভবনা থাকে। বুদ্ধিমান ব্যক্তিরা কোনোদিন নিজের খাওয়াদাওয়া নিয়ে অভিযোগ করেন না। যেটুকু খেতে পাচ্ছেন সেটাই হাসিমুখে গ্রহণ করেন তারা।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X