বাংলাহান্ট ডেস্ক : জীবনে ঠিক ভুলের পাঠ শেখায় চাণক্য নীতি। মানুষ যাতে কখনও প্রতারণার শিকার না হয় এবং সবসময় জীবনে সাফল্যের চূড়ায় থাকে, সেই কথাই শেখান চাণক্য। চাণক্য এক নীতিশাস্ত্র রচনা করেন, যা বর্তমানে চাণক্য নীতি নামেই পরিচিত। যদি আপনি নিজেও চাণক্য নীতি অনুসরণ করেন তাহলে জীবনের সকলে তো অর্জনের দিক থেকে আপনাকে কেউ আটকাতে পারবেনা। এবার দেখে নেওয়া যাক চাণক্য তার নীতি শাস্ত্রে কি বলেছেন।
চাণক্য নীতি অনুযায়ী, স্বামীদের জন্য খুব ভাগ্যবান বলে প্রমাণিত হয় কিছু মহিলা। মহিলাদের মধ্যে তিন তিনটি গুরুত্বপূর্ণ গুণ বর্তমান। এবার জেনে নেওয়া যাক স্ত্রীদের কোন তিনটি গুণ থাকা সত্যিই বাঞ্ছনীয়। আচার্য চাণক্যের মনে করেন, একজন মহিলার সব সময় বিনয়ী এবং সদয় আচরণ করা উচিত। যে সকল মহিলাদের মধ্যে এই গুণ বর্তমান থাকে তাঁরা সব সময় নিজেদের পরিবারকে লালন পালন করে থাকেন। পরিবারের মঙ্গল সম্পর্কে চিন্তা করেন এই মহিলারা।
আরোও পড়ুন : মাধ্যমিক পাস হলেই পশ্চিমবঙ্গ সরকারের থেকে মিলবে ১৮ হাজার! শুধু লাগবে এই নথি
চাণক্যের নীতিশাস্ত্র অনুসারে, একজন মহিলার উচিত সবসময় নিজ ধর্ম অনুসরণ করা। ধর্ম অনুসরণ করা নারী ভালো কাজের প্রতি অনুপ্রাণিত হয়ে থাকেন। নিজেদের সন্তানকে এই সকল নারীরা সংস্কৃতিবান করে তোলেন। এই ধরনের মহিলারা সবসময় নিজেদের দায়িত্ব পালনে সতর্ক থাকেন। শুধুমাত্র নিজের পরিবার নয়, বহু প্রজন্মের জন্যও কল্যাণ বয়ে আনেন তাঁরা।
আরোও পড়ুন : মঙ্গলে মিলল এভারেস্টের চেয়েও উঁচু আগ্নেয়গিরির খোঁজ! তোলপাড় করা আবিষ্কার ভারতীয় বিজ্ঞানীদের
আচার্য চাণক্য তাঁর নীতি শাস্ত্রে বলেছেন, একজন মহিলার সব সময় অর্থ সঞ্চয় করা প্রয়োজন। যে ব্যক্তির স্ত্রীর অর্থ সঞ্চয় করেন, তিনি সহজেই যে কোনো খারাপ সময়ের সাথে মোকাবেলা করতে সক্ষম হন।
আচার্য চাণক্য মনে করেন, ধৈর্য্য হল মহিলাদের রত্ন। একজন ধৈর্যশীল মহিলা খুব ভাগ্যবান হন। পরিবার বা তার স্বামীর সংকটকালীন সময়ে একজন ধৈর্যশীল মহিলা কখনই তাঁকে ছেড়ে ভাল সময়ের জন্য অপেক্ষা করবেন না। ধৈর্যশীল মানুষ খুব সহজেই যে কোন কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারেন।