মঙ্গলে মিলল এভারেস্টের চেয়েও উঁচু আগ্নেয়গিরির খোঁজ! তোলপাড় করা আবিষ্কার ভারতীয় বিজ্ঞানীদের

বাংলাহান্ট ডেস্ক : মঙ্গল গ্রহে বিশাল এক আগ্নেয়গিরি, যা এভারেস্টের থেকেও আকারে বিশাল। আর এই আগ্নেয়গিরির আবিষ্কর্তা ভারতীয় বিজ্ঞানীরা। ভারতীয় বিজ্ঞানীদের একটি দল মঙ্গল গ্রহে এই আগ্নেয়গিরির সন্ধান পেয়েছে। মূলত দুই ভারতীয় বিজ্ঞানী রয়েছে এই আবিষ্কারের মাথায়। একজন হলেন সৌরভ অন্যজন শুভম। দুজনেই SETI

ইনস্টিটিউটের গ্রহ বিজ্ঞানী ডক্টর প্যাসকেল লি এবং মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্বের ডক্টরেটের ছাত্র।জানা গিয়েছে এই আবিষ্কারের জন্য বিজ্ঞানীরা ইতিমধ্যেই ডেটা বিশ্লেষণের কাজ শুরু করে দিয়েছেন। এই আবিষ্কারটি মঙ্গল গ্রহের ভূতত্ত্ব এবং জীবনের সম্ভাবনা সম্পর্কে অনেক কিছু তথ্য প্রকাশ করবে বলে মনে করা হচ্ছে। 

আরোও পড়ুন : বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশের বিশ্ব র‌্যাঙ্কিংয়ে জয়জয়কার ভারতের! প্রথম চিন, কততে ইন্ডিয়া ?

যে আগ্নেয়গিরিটি আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা সেটি বিশালাকার এবং কাঠামোগত দিক থেকে অস্বাভাবিক। এটি কয়েক দশক ধরে অনাবিষ্কৃতই থেকে গিয়েছিল। যা বিজ্ঞানীদের চোখ এড়িয়ে গিয়েছে। কয়েক বছর ধরে স্যাটেলাইট পর্যবেক্ষণ সত্ত্বেও আগ্নেয়গিরিটি ধ্বংস ও ধসে পড়া অবস্থায় নজরে আড়ালে ছিল।

আরোও পড়ুন : দুর্দান্ত ঘোষণা ভারতীয় রেলের! তিরুপতির উদ্দেশ্যে চলবে স্পেশ্যাল ট্রেন, প্রকাশ্যে এল রুট সহ সময়সূচি

এই আগ্নেয়গিরিটির নাম দেওয়া হয়েছে ‘নোকটিস আগ্নেয়গিরি’। ২০১৫ সালে এই আগ্নেয়গিরিটির আবিষ্কারের যাত্রা শুরু হয়। গবেষণা শুরু হয় ২০২৩ সালের ১৫ মার্চ। বিজ্ঞানীরা জানার চেষ্টা চালান এই আগ্নেয়গিরিটির লবণের স্তরগুলিতে জল আছে কিনা।

421896 untitled design 2024 03 30t163508167

তারপরেই বিজ্ঞানীরা হিমবাহের কাছে একটি তাজা লাভা খুঁজে পান। যা কাছাকাছি একটি অনাবিষ্কৃত আগ্নেয়গিরির সন্ধান দেয়। যা আকারে মাউন্ট এভারেস্টের থেকো উচ্চতায় অনেক। জানা গিয়েছে, ‘নোকটিস আগ্নেয়গিরি’ মাউন্ট এভারেস্টের থেকেও ৫৭১ ফুট উঁচু।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর