খারাপ সময় আসার আগে পাওয়া যায় এই ৫ টি সংকেত! কখনোই যাবেন না এড়িয়ে, কি বলছে চাণক্য নীতি?

বাংলা হান্ট ডেস্ক: আচার্য চাণক্য (Acharya Chanakya) ছিলেন ভারতের একজন মহান রাজনীতিবিদ, কূটনীতিবিদ, এবং অর্থনীতিবিদ। তিনি জীবনের সকল বিষয়গুলি সম্পর্কে গভীরভাবে অধ্যয়ন করার পাশাপাশি, মানুষের সুষ্ঠু জীবনধারা সম্পর্কে সম্যক ধারণাও প্রদান করেছেন। এমতাবস্থায়, জীবনে চলার পথে যদি কোনো ব্যক্তি আচার্য চাণক্য প্রদত্ত নীতিগুলি (Chanakya Niti) অনুসরণ করে চলেন, সেক্ষেত্রে তিনি তাঁর জীবনে চরম উন্নতি লাভ করতে সক্ষম হবেন।

মূলত, প্রত্যেকেই এমন কিছু খারাপ সময়ের সম্মুখীন হন যেগুলি প্রভাবিত করে ফেলে জীবনকে। যার ফলে সমস্যাতেও পড়তে হয়। তবে, খারাপ সময় আসার আগে পাওয়া যায় কিছু সংকেতও। চোখ-কান খোলা রাখলেই ওই সংকেতগুলিকে বোঝা সম্ভব। যেগুলি মোটেই এড়িয়ে যাওয়া উচিত নয়। পাশাপাশি, আচার্য চাণক্যও এই বিষয়ে আমাদের সর্তক করেছেন। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

১. তুলসী গাছ শুকিয়ে যাওয়া: তুলসী গাছকে অত্যন্ত পবিত্র গাছ হিসেবে মনে করা হয়ে। পাশাপাশি, এই গাছের পাতা পুজোতেও ব্যবহৃত হয়। বাড়িতে এই গাছ লাগালে সুখ-শান্তি আসে। অন্যদিকে আচার্য চাণক্য বলেছেন যে, তুলসী গাছ যদি অনেক যত্নের পরেও শুকিয়ে যায় তবে সেটি ভবিষ্যতের অর্থনৈতিক সঙ্কটের লক্ষণ হতে পারে।

২. পারিবারিক অশান্তি: যদি হঠাৎ করেই আপনার বাড়িতে অশান্তি এবং উত্তেজনা বেড়ে যায় এবং কোনো কারণ ছাড়াই ছোটখাটো বিষয়ে ঝগড়া শুরু হয়, সেক্ষেত্রে এটিও আসন্ন আর্থিক সঙ্কটের ইঙ্গিত দেয়। এদিকে, পারিবারিক অশান্তি বাস্তু দোষ এবং গ্রহের ত্রুটির কারণে ঘটে।

৩. ভাঙা কাঁচ: বাড়িতে ঘন ঘন কাচ ভাঙার ঘটনা ঘটলে সেটি দারিদ্র্য এবং আর্থিক ক্ষতিকে নির্দেশ করে। তাই আপনার চারপাশে থাকা এই ধরণের জিনিসপত্রের যত্ন নিন এবং সতর্ক থাকুন।

৪. বাড়িতে পুজো পাঠ না হওয়া: বাড়িতে পুজো পাঠ না হলে সুখ-সমৃদ্ধির অভাব দেখা যায়। চাণক্য বলেছেন যে, এটি আসন্ন অর্থনৈতিক সঙ্কটকে নির্দেশ করে। কারণ যেখানে পুজো পাঠ নেই সেখানে সুখ-সমৃদ্ধিও থাকে না।

chanakya niti in business

৫. গুরুজনদের অসম্মান করা: মনে রাখতে হবে যে, প্রত্যেককেই বাড়ির বড়দের সবসময় সম্মান করা উচিত। কারণ প্রবীণরা আমাদের আশীর্বাদ করেন এবং যদি তাঁদের সম্মান না করা হয় সেক্ষেত্রে তাঁরা দুঃখ পান। এদিকে, বড়দের সাথে এমন আচরণ করলে জীবনে কখনোই সুখী হওয়া যায়না। এটাও অর্থনৈতিক সঙ্কটের লক্ষণ।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর