পুরুষদের এই গুণগুলি থাকলেই মহিলারা হন আকৃষ্ট! কি বলছে চাণক্য নীতি?

বাংলা হান্ট ডেস্ক: আচার্য চাণক্য (Acharya Chanakya) ছিলেন ভারতের একজন মহান রাজনীতিবিদ, কূটনীতিবিদ, এবং অর্থনীতিবিদ। তিনি জীবনের সকল বিষয়গুলি সম্পর্কে গভীরভাবে অধ্যয়ন করার পাশাপাশি, মানুষের সুষ্ঠু জীবনধারা সম্পর্কে সম্যক ধারণাও (Chanakya Niti) প্রদান করেছেন। এমতাবস্থায়, বাস্তবিক চিন্তাধারার ওপর ভর করে চাণক্যের কথাগুলি বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতেও “চিরসত্য” হিসেবে বিবেচিত হয়।

এমতাবস্থায়, তিনি মানুষের চরিত্র বিকাশের পাশাপাশি ব্যক্তিত্বের প্রসঙ্গেও নিজের মতামত জানিয়েছিলেন। একজন পুরুষের ঠিক কোন কোন গুণ থাকলে নারীরা তাঁর প্রতি আকৃষ্ট হবেন এই বিষয়েও তথ্য উপস্থাপন করেছেন তিনি। বর্তমান প্রতিবেদনে আমরা সেই প্রসঙ্গটিই বিস্তারিতভাবে উপস্থাপিত করছি।

আর্থিক এবং মানসিক দিক থেকে সমৃদ্ধ পুরুষ: আচার্য চাণক্যের মতে, যে পুরুষের ধনসম্পদ রয়েছে তিনি ভালো ব্যক্তিত্বেরও অধিকারী হন। পাশাপাশি, তাঁরা অন্যদের জীবনকেও সমৃদ্ধ করতে পারেন। মহিলারা এই পুরুষদের প্রতি আকৃষ্ট হন। পাশাপাশি, এমন পুরুষকেই জীবনসঙ্গী করতে চান তাঁরা।

মেজাজ: আচার্য চাণক্যের মতে, অধিকাংশ সময়ে দেখা যায় যে, পুরুষেরা অত্যন্ত রাগী হন এবং তাঁদের মেজাজও মাঝেমধ্যেই গরম হয়ে যায়। কিন্তু যে পুরুষরা শান্ত, সরল ও ভদ্র প্রকৃতির হন মহিলারা তাঁদের প্ৰতি আকৃষ্ট হন। পাশাপাশি, জীবনসঙ্গী হিসবেও তাঁরা ওই ধরণের পুরুষের অপেক্ষাতেই থাকেন।

চরিত্র: আচার্য চাণক্যের মতে, মহিলারা সবসময় চান যে, তাঁদের পছন্দের পুরুষটি যাতে চরিত্রবান হন। এমতাবস্থায় সৎ এবং উত্তম চরিত্রের পুরুষেরা সবসময় নারীদের সম্মান করেন। নারীরা ওই পুরুষদের প্রতি দ্রুত আকৃষ্ট হন।

chanakya

পাশাপাশি, মহিলারা ওই পুরুষদেরও পছন্দ করেন যাঁরা তাঁদের কথা মনোযোগ সহকারে শোনেন এবং তাঁদের ভাবনা-চিন্তাকে বোঝার চেষ্টা করেন। নারীরা চুম্বকের মতো এমন পুরুষের দিকে আকৃষ্ট হন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর