চাণক‍্য নীতি: সব মানুষের মধ‍্যেই থাকে সফলতা পাওয়ার জন‍্য এই চার গুণ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ভারতের ইতিহাসে চাণক্য একজন মহান তথা বিচক্ষণ পুরুষ। একাধারে তিনি ছিলেন রাজপরামর্শদাতা, শিক্ষক, দার্শনিক ও অর্থনীতিবিদ। তাঁর সময়কাল থেকে এখনও পর্যন্ত তাঁর পরামর্শ ও নীতি মানুষের দৈনন্দিন জীবনে প্রচুর সাহায্য করেছে। চাণক্যের লেখা ‘চাণক্য নীতি’ ও  ‘অর্থশাস্ত্র’ বইদুটি সমকালীন সমাজ ও অর্থনীতিতেও একই রকম তাৎপর্যপূর্ণ।

চাণক্য তাঁর চাণক্য নীতিতে বেশ কয়েকটি উপদেশ লিখে গিয়েছেন। চাণক্যের মতে, কোনও কিছুই কালের জন্য ছেড়ে রাখা উচিত নয়। এর জন্য পরে সমস্যার সম্মুখীন হতে হবে। চাণক্য নীতিতে মানুষকে অলসতা ত্যাগ করার পরামর্শ দিয়েছেন তিনি। এই কারণেই এখনও পর্যন্ত চাণক্যকে সবাই মেনে চলেন।

জীবনে সফল হওয়ার জন্য বেশ কিছু উপদেশ দিয়েছেন চাণক্য। তাঁর মতে চারটি গুণ সব মানুষের মধ‍্যেই থাকে। সেগুলোকে সঠিক কাজে লাগাতে পারলে তার উন্নতি কেউ আটকাতে পারে না। জেনে নিন এই চারটি গুণ কি কি-
দান- ধনী গরীব সকলেই দান করতে পারে। যারা দান করতে পারে না তারা অঢেল সম্পত্তি হওয়া সত্ত্বেও কখনও মানুষের পাশে দাঁড়াতে পারে না।
ধৈর্য‍্য- এই গুণটি কাউকে শেখানো সম্ভব নয়। সবার মধ‍্যেই ধৈর্য্য থাকে শুধু তার ক্ষমতা আলাদা হয়।
সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা- জীবনের নানা বাঁকে বিভিন্ন পরিস্থিতিতে পড়তে হয় মানুষকে। তখন কোনও না কোনও সিদ্ধান্ত তাকে নিতেই হয়। অনেকে খুবই কঠিন পরিস্থিতিতেও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন।
মধুর বাক‍্য- যে ব‍্যক্তি মধুর বাক‍্য বলে তার সফলতা পাওয়ার পথ বেশি প্রশস্ত হয়।

সম্পর্কিত খবর

X