বাংলাহান্ট ডেস্ক : আচার্য চাণক্য (Chanakya) বলেছেন অনেক পুরুষ রয়েছেন যারা বহু চেষ্টার পরেও টাকা জমাতে পারেন না। টাকা না জামাতে পারার পিছনে রয়েছে সেই মানুষটির কিছু বদ অভ্যাস। তবে সেই পুরুষের বদ অভ্যাসের ফলে সব থেকে বেশি কষ্ট পান তার স্ত্রী বা প্রেমিকা। কারণ অর্থ ছাড়া এ যুগে সবই অচল। যে পুরুষ তার স্ত্রী বা প্রেমিকাকে অর্থ দিতে পারে না সে বারবার সমাজে উপেক্ষিত হয়।
চাণক্যের (Chanakya) মতে, পুরুষরা এটি না দিলেই কাঁদেন মহিলারা
চাণক্য নীতি (Chanakya Niti) বলছে, বদ অভ্যাস রয়েছে যে পুরুষের সে কখনোই ধনী হতে পারে না। সারা জীবন কাটাতে হয় দুঃখ-কষ্টে। এই বদ অভ্যাসগুলি থাকলে জীবনেও তারা সঞ্চয়ী হতে পারেন না। চাণক্য (Chanakya) বলছেন, যে পুরুষ অনেক দেরি পর্যন্ত ঘুমান তিনি কখনোই বড়লোক হতে পারেন না। কারণ দিনের অধিকাংশ সময় তিনি ব্যয় করেন নিদ্রায়। মা লক্ষ্মীও এই ধরনের মানুষের প্রতি অসন্তুষ্ট হন।
আরোও পড়ুন : কনফার্ম খবর! নতুন নাকি পুরনো? WBCS পরীক্ষা হবে কোন সিলেবাসে? এবার জারি হল বিজ্ঞপ্তি
চাণক্য (Chanakya) মনে করেন অনেক পুরুষ রয়েছেন যারা অলস। অলসতার কারণে এই পুরুষেরা জীবনে সফলতার মুখ দেখতে পারেন না। অর্থ বা সম্পদ কখনোই সঞ্চয় করতে পারেন না অলস পুরুষ। অলসতার কারণে এই ধরনের পুরুষেরা জীবনে নানা সুযোগ হাতছাড়া করে ফেলে। যার জেরে ক্ষতিগ্রস্ত হয় তাদের সংসার। অনিশ্চিত হয়ে পড়ে ভবিষ্যৎ। আচার্য চাণক্য বলে গেছেন যে পুরুষ মহিলাদের অপমান করে তার হাতে টাকা থাকে না।
এই আচরণের ফলে ক্রুদ্ধ হন মা লক্ষ্মী। এই ধরনের পুরুষেরা সারা জীবন দারিদ্রতার মধ্যে থাকেন।এছাড়াও আচার্য চাণক্যর (Chanakya) মতে, বদ সঙ্গ একজন মানুষকে ভুল পথে পরিচালিত করতে পারে। চাণক্য তাই মনে করেন যে ব্যক্তির খারাপ সঙ্গ রয়েছে সে জীবনের প্রতি পদে বাধা পান। ভুল মানুষের সাথে মেলামেশা করলে অহেতুক অর্থ ব্যয় হয়। তাই এই ধরনের মানুষেরা কখনো সঞ্চয় করতে পারেন না।