চাণক‍্য নীতি: পুরুষের এই গুণগুলি নারীকে বেশি আকর্ষণ করে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ভারতের ইতিহাসে চাণক্য (chanakya) একজন মহান তথা বিচক্ষণ পুরুষ। একাধারে তিনি ছিলেন রাজপরামর্শদাতা, শিক্ষক, দার্শনিক ও অর্থনীতিবিদ। তাঁর সময়কাল থেকে এখনও পর্যন্ত তাঁর পরামর্শ ও নীতি মানুষের দৈনন্দিন জীবনে প্রচুর সাহায্য করেছে। চাণক্যের লেখা ‘চাণক্য নীতি’ ও  ‘অর্থশাস্ত্র’ বইদুটি সমকালীন সমাজ ও অর্থনীতিতেও একই রকম তাৎপর্যপূর্ণ।
চাণক‍্যের মতে নারীদের মন বোঝা একটু কঠিন কিন্তু একেবারে অসম্ভব নয়। তাঁর মতে পুরুষের কিছু বিশেষ গুণ নারীদের তাদের দিকে আকর্ষিত করে। জেনে নিন সেই গুণগুলি কি কি-
চাণক‍্য নীতি অনুসারে যে সব পুরুষ অন‍্যান‍্য মহিলার দিকে তাকান না তাদের জন‍্য আলাদা আকর্ষণ অনুভব করে নারীরা।


যে পুরুষের বাচনভঙ্গি ভাল তার প্রতি সহজেই আকর্ষিত হন মহিলারা। একজন পুরুষের কথা বলার ধরন দেখেই তার প্রতি নিজের মনোভাব পরিবর্তন করেন মহিলারা। মহিলাদের প্রতি যারা নম্র ও ভদ্র ভাবে কথা বলেন তাদের প্রতিই মহিলারা বেশি আকৃষ্ট হন।
চাণক‍্য নীতি অনুসারে রূপের থেকে পুরুষের গুণের দিকেই বেশি দৃষ্টি থাকে নারীর। তার স্বভাব, চরিত্র সবই লক্ষ‍্য করে মহিলারা।
বহু মহিলাই বেশি কথা বলতে পছন্দ করেন। তাই তারা এমন পুরুষের প্রতি বেশি আকৃষ্ট হয় যারা তাদের কথা গুরুত্ব দিয়ে শোনে।

সম্পর্কিত খবর

X