চাণক‍্য নীতি: সম্মান, বিশ্বাস ও সততাই সুখী দাম্পত‍্যের চাবিকাঠি

বাংলাহান্ট ডেস্ক: ভারতের ইতিহাসে চাণক্য (chanakya) একজন মহান তথা বিচক্ষণ পুরুষ। একাধারে তিনি ছিলেন রাজপরামর্শদাতা, শিক্ষক, দার্শনিক ও অর্থনীতিবিদ। তাঁর সময়কাল থেকে এখনও পর্যন্ত তাঁর পরামর্শ ও নীতি মানুষের দৈনন্দিন জীবনে প্রচুর সাহায্য করেছে। চাণক্যের লেখা ‘চাণক্য নীতি’ ও  ‘অর্থশাস্ত্র’ বইদুটি সমকালীন সমাজ ও অর্থনীতিতেও একই রকম তাৎপর্যপূর্ণ।
স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ উপদেশ দিয়ে গিয়েছেন চাণক‍্য। সেসব যদি মেনে চলা যায় তাহলে বৈবাহিক জীবনে কোনও সমস‍্যা সৃষ্টি হবে না। চাণক‍্যের মতে স্বামী স্ত্রীর সম্পর্ক রেশমের সুতোর মতো হয়। যাতে না ছেঁড়ে সেদিকে নজর রাখতে হয় আবার যাতে গিঁট না পড়ে তাও লক্ষ‍্য রাখতে হয়। সম্পর্কে বিশ্বাস ও সততা খুবই জরুরি।
সুখী দাম্পত‍্যের প্রথম শর্তই হল একে অপরকে সম্পূর্ণ রূপে বুঝতে হবে, জানতে হবে। এতে ছোটখাট ব‍্যাপারে মনোমালিন‍্য হবে না। কোনও সম্পর্ককে মজবুত করতে হলে একে অপরকে বোঝা খুব জরুরি।

chanakya A
প্রেম খুবই পবিত্র। যারা জীবনে এর পবিত্রতাকে উপলব্ধি করতে পেরেছেন তাদের জীবন সুখ শান্তিতে পরিপূর্ণ হয়। সম্পর্কে পরিপক্কতা আসে প্রেমের মাধ‍্যমে। একে অপরের জন‍্য সমান ও সম্পূর্ণ প্রেম থাকা উচিত সম্পর্কে।
স্বামী স্ত্রীর সম্পর্কে সব রকম সম্পর্কের সমাবেশ থাকে। তাই তর্ক বিতর্কের সময় একে অপরের সম্মান রাখা উচিত। চাণক‍্যের মতে তর্ক বিতর্ক সম্পর্কে হয় কিন্তু কুতর্ক করা উচিত নয়।
চাণক‍্য বলেছেন যেকোনও পরিস্থিতিতেই মানসিক খুশি প্রয়োজন। ছোট ছোট খুশির মুহূর্ত নিয়েই জীবন। একে অপরের শক্তি হয়ে ওঠা উচিত সম্পর্কে।

Niranjana Nag

সম্পর্কিত খবর