বাংলা হান্ট ডেস্কঃ সাধারণ রাজমিস্ত্রীর সহধর্মিণী হয়ে বিধানসভার টিকিট পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন চন্দনা বাউরি। একটি কাঁচা বাড়ি, সাথে কয়েকটা গবাদি পশু আর দুই সন্তান এবং স্বামীকে নিয়ে সংসার চন্দনার। আজীবনই বড় অভাবে কাটিয়েছেন দিন। হাতে আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাত্র কয়েক হাজার টাকাই ছিল তাঁর কাছে অমূল্য সম্পদ। ঘরের কাজ করার পাশাপাশি স্বামীর সঙ্গে গিয়ে যোগালির কাজ করতেন চন্দনা।
তবে সেসব এখন অতীত। তাঁকে এখন আর স্বামীর সঙ্গে কাজ করতে যেতে হয় না। চন্দনা এখন সবার বাড়ি বাড়ি গিয়ে তাঁদের সমস্যার কথা শুনে সমাধানের চেষ্টা করেন। সকালে ঘুম থেকে উঠে বাড়ির কাজ মিটিয়েই বেরিয়ে পড়েন এলাকায়। মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে নির্বাচনে দাঁড়িয়েছিলেন তিনি। জয়ী হয়ে সেই অঙ্গীকার ভোলেন নি শালতোড়ার নব নির্বাচিত বিধায়ক।
বিধানসভার প্রার্থী হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় রাতারাতি জনপ্রিয়তা হাসিল করে নেন চন্দনা। সোশ্যাল মিডিয়া তাঁকে চলে ব্যাপক প্রচার। বিজেপি বাকি তারকা প্রার্থীদের থেকে অনেক বেশী প্রচার পান চন্দনা বাউরি। এরপর ২ মে ফল ঘোষণার দিন সবাইকে চমকে দিয়ে জয় হাসিল করে নেন বিজেপির সবথেকে দরিদ্র প্রার্থী চন্দনা বাউরি।
বিধায়ক হয়ে সোশ্যাল মিডিয়ায় আরও জনপ্রিয়তা পান চন্দনা। তবে, এরমধ্যে কিছুটা আশঙ্কার মেঘও ঘনিয়েছিল। কারণ বিধায়ক চন্দনা বাউরির নিজের কোনও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট না থাকলেও, টুইটার জুড়ে তাঁর নামে শয়ে শয়ে অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছিল। তাঁর নামে চারিদিকে এত ফেক অ্যাকাউন্ট সেটা হয়ত স্বয়ং বিধায়কও জানতেন না। তবে এবার তিনি নিজের নামে একটি অ্যাকাউন্ট খুলেছেন টুইটারে। আর সেখান থেকে তিনি একটি বার্তাও দিয়েছেন। তিনি জানিয়েছেন যে, এটাই তাঁর অফিসিয়ালি অ্যাকাউন্ট।
— Chandana Bauri (@chandanabauri3) June 8, 2021