বাংলাহান্ট ডেস্ক : ভারতের সীমান্তবর্তী এলাকাগুলিতে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। জম্মু কাশ্মীর ছাড়া পঞ্জাব এবং রাজস্থানের মতো পশ্চিম সীমান্তের দেশগুলিকে নিশানা করে ক্রমাগত চলছে ড্রোন, মিসাইল হামলা। যদিও ভারতের এমার ডিফেন্স সিস্টেম এবং সেনাবাহিনীর দৌলতে অধিকাংশ চেষ্টাই বিফলে যাচ্ছে পাকিস্তানের। আর এবার চণ্ডীগড়ে (Chandigarh) যা হল তা রীতিমতো বিস্ময়কর।
দেশের পরিষেবার জন্য মানুষের ঢল চণ্ডীগড়ে (Chandigarh)
পুঞ্চ, রাজৌরি, পাঠানকোটের মতো এলাকায় নাগাড়ে হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। স্থানীয় বসতি, ধর্মীয় স্থানগুলি লক্ষ্য করে চালানো হয়েছে হামলা। অধিকাংশ ড্রোন, মিসাইলই অবশ্য মাঝ আকাশেই নিষ্ক্রিয় করে ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে ভারতীয় সেনা। তবে সাধারণ মানুষের মৃত্যু আটকানো যায়নি পুরোপুরি ভাবে। এর মাঝেই চণ্ডীগড়ে (Chandigarh) দেখা গেল এক অভূতপূর্ব দৃশ্য। স্বেচ্ছাসেবকের পরিষেবার জন্য মানুষের ঢল নামল সেখানে।
ভাইরাল ভিডিওতে মানুষের লাইন: সীমান্তে লাগাতার প্রত্যাঘাত চালাচ্ছে সেনা জওয়ানরা। সীমান্ত এলাকায় স্থানীয় বাসিন্দাদের সুরক্ষার দিকেও নজর রাখছেন তাঁরা। এমতাবস্থায় স্বেচ্ছাসেবকদের পরিষেবারও প্রয়োজন হয়ে পড়েছে দেশের। সেই কারণে চণ্ডীগড়ে (Chandigarh) ঘোষণা করা হয়েছিল স্বেচ্ছাসেবকদের জন্য। একবার ঘোষণা শুনেই কাতারে কাতারে হাজির সাধারণ মানুষ। ANI এর ভিডিওতে দেখা গিয়েছে, স্বেচ্ছাসেবকদের পরিষেবা দেওয়ার জন্য লম্বা লাইন পড়ে গিয়েছে আমজনতার।
#WATCH | Huge lines seen in Chandigarh when local announcements were made for volunteers to aid in the assistance. pic.twitter.com/Q7YXWRg50J
— ANI (@ANI) May 10, 2025
আরো পড়ুন : সুদর্শন চক্র থেকে ভারতের এয়ারবেস ধবংস করার সব দাবি ‘ভুয়ো’, পাকিস্তানের মুখোশ খুলে দিলেন বিদেশ সচিব
পাকিস্তানের হামলা ব্যর্থ করছে ভারত: উল্লেখ্য, পহেলগাঁও হামলার পরেই উচিত জবাব দিতে ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করে ভারত। বেছে বেছে উড়িয়ে দেওয়া হয় পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলি। কিন্তু পাকিস্তান পালটা আঘাত হানে ফের। তারপর থেকেই অবিরত চলছে সংঘর্ষ। তবে ভারত প্রথম থেকেই একটি বিষয় স্পষ্ট করে এসেছে, ভারত সংঘর্ষের পথে এগোয়নি কখনোই। পাকিস্তানের আক্রমণের জবাব দিয়েছে শুধু।
আরো পড়ুন : পাকিস্তানের সঙ্গে সংঘাতের মাঝেই ‘বাড়াবাড়ি’ বাংলাদেশের, ভারত নিয়ে ইউনূসকে বার্তা জামাতের
ভারত যেখানে শুধুমাত্র জঙ্গি ঘাঁটিগুলিকে ধ্বংস করেছিল, সেখানে পাকিস্তান নিশানা করছে ভারতের অসামরিক নাগরিকদের। ১০ মে ভোরেই অমৃতসরের খাসা ক্যান্টনমেন্ট এলাকায় একাধিক পাক ড্রোন নজরে এসেছিল। তবে তৎক্ষণাৎ ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় হয়ে নিষ্ক্রিয় করে দেয় ড্রোন।