গত চারদিনে দাম বেড়েছে ৪০০ টাকা! মধ্যবিত্তের নাগালের বাইরে ইলিশ, সরকারের ঘাড়ে দোষ চাপাচ্ছেন ক্রেতারা

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বর্ষাকাল শুরু হলেই ইলিশের (Hilsa Fish) খোঁজ শুরু হয় বাঙালি ভোজনরসিকদের। এই সময়ই ইলিশের মরশুম থাকায় মৎস্যজীবীদের জালে ওঠে প্রচুর পরিমাণে রূপোলি শষ্য। যোগান বাড়লে দামও আসে সাধ্যের মধ্যে। কিন্তু এবছর যেন ব্যতিক্রম ছিল সবকিছুই। শুধু কলকাতায় নয়, বাংলাদেশের বাজারেও কম থেকেছে ইলিশের (Hilsa Fish) যোগান। ফলত মাছের দাম আগুন, মধ্যবিত্তের সাধ্যের বাইরে চলে যাচ্ছে।

বাংলাদেশে ইলিশের (Hilsa Fish) দামে নাভিশ্বাস ক্রেতাদের

বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, চাঁদপুরে যথেষ্ট পরিমাণে ইলিশ (Hilsa Fish) না উঠলেও প্রতিদিন প্রায় ৪০০-৫০০ মণ মাছ উঠছে বাজারে। গত চার দিনে প্রায় ৩০০-৪০০ টাকা (বাংলাদেশি টাকা) বেড়েছে। এমতাবস্থায় কার্যত মাথায় হাত পড়েছে ক্রেতাদের। সংবাদ মাধ্যম সূত্রে খবর, দেশের বিভিন্ন এলাকায় চাঁদপুরের ইলিশের (Hilsa Fish) চাহিদা বেড়েছে। কিন্তু মাছগুলি কোথায় চলে যাচ্ছে তা বুঝে উঠতে পারছেন না বিক্রেতারা।

Chandpur hilsa fish price went up last 4 days

চাঁদপুরের বাজারে আগুন দাম: বাংলাদেশের চাঁদপুরের বাজার ইলিশের (Hilsa Fish) জন্য খুবই বিখ্যাত। বিভিন্ন স্থানের পাইকারি ব্যবসায়ীরাও ভিড় জমান এখানে ইলিশের মরশুমে। পাশাপাশি স্থানীয় ক্রেতারাও সরাসরি এখান থেকেই কিনে নিয়ে যান রূপোলি শষ্য। যে হারে ইলিশের (Hilsa Fish) দাম বাড়ছে তাতে নাজেহাল অবস্থা ক্রেতাদের। অনেকে বলছেন, বাজারে ইলিশ (Hilsa Fish) থাকলেও চড়া দামে হিমশিম খেতে হচ্ছে।

আরও পড়ুন : ‘আমাকে এই নরক থেকে নিয়ে যেতে পারতিস…’, যাদবপুরে ছাত্রী মৃত্যুর পর বিষ্ফোরক পোস্ট ‘বিশেষ বন্ধু’র

কেন বেড়েছে এত দাম: বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে, এই মুহূর্তে ইলিশের (Hilsa Fish) ভরা মরশুম চলায় ঘাট থেকে সরবরাহ বেড়েছে। তাই সরকারের তরফে মাছ রফতানির উদ্যোগ নেওয়া হয়েছে। ক্রেতা বিক্রেতাদের দাবি, এর জেরেই বেড়েছে মাছের দাম। অনেক পাইকারি ব্যবসায়ীরা মাছ কিনে নিয়ে যাচ্ছে। তার জেরে বড় মাছগুলির দাম বেড়ে দ্বিগুণ হয়েছে।

আরও পড়ুন : হাইকোর্টে বড় জয় শ্রীলেখার, বয়কট মামলায় অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে নির্দেশ আদালতের

বাংলাদেশের মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি জানান, মাছের সরবরাহ কম, এতে দামে কিছুটা প্রভাব পড়তে পারে। তবে ইলিশের (Hilsa Fish) সরবরাহ বাড়লে দামে আর প্রভাব পড়বে না বলেই মনে করছেন তিনি। বর্তমানে ভরা মরশুমেও ইলিশের দাম আকাশছোঁয়া। ৫০০-৮০০ গ্রামের ইলিশই বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৫০০-১৮০০ টাকায়। দাম এক কেজির উপরে হলেই পৌঁছে যাচ্ছে ২৫০০-২৬০০ টাকায় (বাংলাদেশি টাকা)। এমতাবস্থায় কবে দাম কমবে ইলিশের, সেই আশায় রয়েছেন ক্রেতারা।