হাত বাড়ালেই চাঁদ, শেষ স্টেশন পার করে চন্দ্রযান-৩ থেকে বিচ্ছিন্ন হল বিক্রম! সুখবর শোনাল ISRO

বাংলা হান্ট ডেস্ক : উৎক্ষেপনের পর থেকে এখনও পর্যন্ত বেশ সফলভাবেই এগিয়ে চলেছে ‘চন্দ্রযান ৩’ (Chandrayaan 3)। এবার সেই অভিযানে মিলল বড় সাফল্য। আজকের দিনেই ইসরোর (ISRO) মহাকাশযান থেকে আলাদা হয়ে চাঁদের উদ্দেশে নিজের যাত্রা শুরু করল ‘ল্যান্ডার’ বিক্রম (Lander Vikram)। ইসরো সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ বিক্রম তার একক যাত্রা শুরু করেছে। আগামী ২৩ অগস্ট চাঁদের মাটিতে পা রাখার কথা বিক্রমের।

এই ল্যান্ডার বিক্রমের মধ্যেই রয়েছে ‘রোভার’ প্রজ্ঞান। বিক্রম চাঁদের মাটিতে নেমে পড়লে শুরু হবে প্রজ্ঞানের কাজ। এবং এই প্রজ্ঞানই চন্দ্রপৃষ্ঠে ঘুরে ঘুরে তথ্য আহরণ করা শুরু করবে। গত বুধবারই শেষবারের মতো নিজের কক্ষপথ বদল করে চাঁদের আরও কাছাকাছি চলে এসেছিল ‘চন্দ্রযান ৩’। চাঁদের থেকে মাত্র ১৬৩ কিলোমিটার উচ্চতায় গোলাকারভাবে কক্ষপথে ঘুরছিল স্যাটেলাইটটি।

   

উল্লেখ্য, গত ১ অগাস্টই চাঁদের বলয়ে (স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স) প্রবেশ করেছিল চন্দ্রযান ৩। চাঁদের কক্ষপথে পা রাখে ৫ অগাস্ট। আর এবার শেষ স্টেশন পার করে ‘চন্দ্রযান’ থেকে আলাদা হয়ে গেল ল্যান্ডার বিক্রম। জানা যাচ্ছে বিক্রম যখন চাঁদ থেকে ১০০ কিলোমিটার দূরে থাকবে, তখন বন্ধ হবে প্রোপালশন মডিউলের ইঞ্জিন। এবং ধীরে ধীরে চাঁদের দিকে এগিয়ে যাবে এটি।

আরও পড়ুন : ‘এমন ভাব করছেন যেন যাদবপুরে…..’ স্বপ্নদীপ কাণ্ডে এ কী বললেন জুন আন্টি ঊষসী? ছড়াল বিতর্ক

চন্দ্রপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার দূরত্বে থাকা অবস্থায় পাখি পালকের মত নিচের দিকে নামতে থাকবে এটি। সময় লাগবে মাত্র ২০ মিনিট। বিক্রম যেইনা চাদের মাটি ছোঁবে অমনি খুলে যাবে তার দরজা। ভেতর থেকে বেরিয়ে আসবে প্রজ্ঞান। এরপর বাকি কাজ ছোট্ট প্রজ্ঞানের। চাঁদের দক্ষিণ মেরুর কোথায় কী রয়েছে তার খুঁটিনাটি সবকিছু খুঁজে বার করবে সে। সমস্ত তথ্য পাঠাবে ইসরোর কাছে।

আরও পড়ুন : ‘র‍্যাগিং থেকে মদ-গাঁজা সবই চলত, বাধা দিলে করত গালিগালাজ’, বিষ্ফোরক যাদবপুর হস্টেলের সুপার

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং-র বক্তব্য অনুযায়ী, রোভার প্রজ্ঞানের পাঠানো তথ্য থেকেই বোঝা যাবে চাঁদ আদৌ মানুষের বসবাসের যোগ্য কী না! ইসর তরফে দেওয়া তথ্য অনুযায়ী, ৭০ ডিগ্রি দ্রাঘিমাংশে অবতরণ করার কথা এই মহাকাশযানের। এই এলাকাটি চাঁদের দক্ষিণ মেরু থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত। এই অভিযান সফল হলে ভারতই হবে প্রথম দেশ যে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে।

আরও পড়ুন : একধাক্কায় দাম কমল জ্বালানির! দেখে নিন বাংলায় আজ কততে বিকোচ্ছে পেট্রল-ডিজেল?

chandrayaan

এদিকে ঐ একই উদ্দেশ্য নিয়ে পাড়ি জমিয়েছে রাশিয়ার ‘লুনা ২৫’। ইতিমধ্যেই চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে রাশিয়ার লুনা ২৫। এটারও মূল লক্ষ্য হল চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ। আগামী ২১ থেকে ২৩ অগস্টের মধ্যেই রাশিয়ার এই মহাকাশযানটি চাঁদে অবতরণ করার পরিকল্পনা করছে। তার আগে প্রায় ৫ দিন ধরে চাঁদকে প্রদক্ষিণ করবে এটি। যদিও রাশিয়ান সংস্থা রসকসমস জানিয়েছে, তাদের ভারতের সাথে কোন প্রতিদ্বন্দ্বিতা নেই। রুশ সংস্থাকে অভিনন্দন জানিয়েছে ভারতও।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর