বাংলাহান্ট ডেস্ক : দর্শকদের কথাই যে সিরিয়ালের (Serial) ক্ষেত্রে শেষ কথা তা প্রমাণিত হল আরো একবার। সকলেই জানেন, যেকোনো সিরিয়ালের ক্ষেত্রেই টিআরপি একটা বড় ব্যাপার। আর টিআরপি আনেন দর্শক। অবশ্য টিআরপি থাকা সত্ত্বেও অনেক সময় সিরিয়াল (Serial) বন্ধ হয়। তবে সেটা ব্যতিক্রমী ঘটনা। দর্শকদের দাবিতে যে বন্ধ হতে বসা সিরিয়ালকে ফেরত আনা যায় তা দেখিয়ে দিল জি বাংলা।
এই সিরিয়াল (Serial) নিয়ে বদলাল সিদ্ধান্ত
বেশ কিছুদিন ধরেই এই চ্যানেলের একাধিক ধারাবাহিক (Serial) বন্ধের খবর পাওয়া যাচ্ছিল। আর এই তালিকায় যে নামটি বারবার উঠে আসছিল তা হল ‘পুবের ময়না’। শুরু হওয়ার মাত্র কিছুদিনের মধ্যেই একাধিক বার স্লট বদল হয়েছে ধারাবাহিকটির। তারপরেও শোনা যাচ্ছিল শেষ হতে বসেছে সিরিয়ালটি (Serial)।
দর্শকদের দাবিতেই সিদ্ধান্ত বদল: সূত্রের খবর বলছে, পুবের ময়না সিরিয়ালটি (Serial) শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল চ্যানেল কর্তৃপক্ষ। এমনকি শেষ দিনের শুটিংও নাকি সেরে ফেলেছিলেন কলাকুশলীরা। কিন্তু বাদ সাধে দর্শক। সিরিয়াল (Serial) শেষ করার দাবি জানায় তারা। আসলে খুব বেশিদিন হয়নি শুরু হয়েছে পুবের ময়না। সদ্য কাছে আসতে শুরু করেছে নায়ক নায়িকা রোদ্দুর ময়না। গল্প জমতে না জমতেই শেষ করে দেওয়ার সিদ্ধান্তে ক্ষেপেছিলেন অনেকেই।
আরো পড়ুন : ফাঁড়া আর কাটছেই না, অপারেশনের পরেই ফের দুর্ঘটনা! গুরুতর আঘাতে রক্তাক্ত ‘তুঁতে’ দীপান্বিতা
ফের শুরু শুটিং: দর্শকদের দাবি মেনেই নাকি তাই ফের শুটিং শুরু হয়েছে সিরিয়ালের (Serial)। শোনা যাচ্ছে, এখনি শেষ হচ্ছে না পুবের ময়না। অবশ্য সিরিয়ালটি বন্ধের খবর নিয়েও চ্যানেলের তরফে কিছু জানানো হয়নি। তবে এই খবর সত্যি হলে তা যে সিরিয়ালের (Serial) অনুরাগীদের জন্য একরাশ আনন্দ নিয়ে আসতে চলেছে তা বলাই বাহুল্য।
আরো পড়ুন : টেকেনি বিয়ে, বলিউড অভিনেতার সঙ্গে প্রেমের গুঞ্জন! শোলাঙ্কি বললেন, ‘আমি এখনো…’
প্রসঙ্গত, বেশ ভিন্ন ধরণের গল্প নিয়ে শুরু হয়েছিল পুবের ময়না। কলকাতার ছেলে রোদ্দুরের সঙ্গে বাংলাদেশের মেয়ে ময়নার মিষ্টি, সরল প্রেমের গল্প দর্শকদের বেশ মনে ধরেছে।