বাংলাহান্ট ডেস্ক: দুটো মানুষ বিয়ে করে একসঙ্গে সুখের নীড় বাঁধার স্বপ্ন নিয়ে। কিন্তু সুস্মিতা সেনের (Sushmita Sen) ভাইয়ের কপালে সেই সুখ নেই। চারু অসোপার (Charu Asopa) সঙ্গে তাঁর বিয়ের কয়েক মাস পর থেকেই দুজনের সংসারে অশান্তির খবর আসতে থাকে। প্রথমে বিষয়টা গুঞ্জনের পর্যায়ে থাকলেও পরবর্তীকালে রাজীব (Rajeev Sen) চারু দুজনেই একে অপরের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন।
মাঝে শোনা গিয়েছিল, রাজীব চারু দুজনেই বিবাহ বিচ্ছেদ নেওয়ার সিদ্ধান্ত পাকা করে ফেলেছেন। কিন্তু মেয়ের মুখ চেয়ে সেপ্টেম্বরে নিজেদের বিয়েটাকে আরো একটা সুযোগ দেওয়ার কথা ভেবেছিলেন তাঁরা। কিন্তু লাভের লাভ কিছু হল না। ফের একবার একে অপরকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করে দিয়েছেন তাঁরা। সেই সঙ্গে প্রতিবারের মতো একসঙ্গে তোলা সমস্ত ছবিও সরিয়ে ফেলেছেন রাজীব চারু।
সংবাদ মাধ্যমের কাছে বিষ্ফোরক অভিযোগ এনেছেন চারু। ঝগড়াঝাঁটির পরেই নাকি চারুকে একা ফেলে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতেন রাজীব। লকডাউনের আগে তিন মাস বাড়ি থেকে দূরে ছিলেন তিনি। সমস্ত যোগাযোগের ব্যবস্থা বন্ধ করে দিয়েছিলেন। শেষবার যখন বাড়ি ছেড়ে হোটেলে থাকতে চলে যান রাজীব, তখনি ধৈর্য্যের বাঁধ ভাঙে চারুর।
তিনি আরো দাবি করেন, রাজীবের নাকি প্রচণ্ড মাথা গরম। মেজাজ চড়লে গালিগালাজ থেকে শুরু করে চারুর গায়ে হাতও নাকি তুলেছেন সুস্মিতার ভাই! রাজীব নাকি সন্দেহ করতেন যে তাঁর স্ত্রী পরকীয়া করছেন। এমনকি তাঁর সহ অভিনেতাকে পর্যন্ত হুমকি দিয়েছিলেন তিনি, অভিযোগ চারুর।
পালটা রাজীবের অভিযোগ, চারু যা যা বলেছেন সবকিছুই নাকি মিথ্যে। তিনি কোথায় যাচ্ছেন না যাচ্ছেন সবটাই নাকি জানতেন তাঁর স্ত্রী। উলটৈ চারুই অনেক সময় না বলে মুম্বই ছেড়ে চলে গিয়েছেন। রাজীব স্পষ্ট বলেন, তিনি কখনোই বিচ্ছেদ চাননি। সারা জীবনের সঙ্গী হয়ে থাকতে চেয়েছিলেন চারুর পাশে। বিচ্ছেদ চান চারু নিজেই। রাজীবের মতে, অতিরিক্ত অহংকার, গর্ব, খারাপ সঙ্গ বদলে দিয়েছে চারুকে।