মাঝপথেই সিরিয়াল ছাড়ছেন ‘নিম ফুলের মধু’র এই জনপ্রিয় অভিনেতা, মাথায় হাত দর্শকদের

বাংলা হান্ট ডেস্ক : এক ঝাঁক নতুন সিরিয়ালের ভিড়েই রমরমিয়ে চলছে জি বাংলার ‘নিম ফুলের মধু (Neem Phooler Madhu)।’ বিগত দু’বছরের বেশি সময় ধরে সম্প্রচারিত হচ্ছে এই ধারাবাহিক (Neem Phooler Madhu)। মধ্যবিত্ত বাঙালি পরিবারে মোড়কে বাস্তব জীবনের খুঁটিনাটি নানান বিষয় জীবন্ত করে তোলা হয়েছে এই ধারাবাহিকে (Neem Phooler Madhu)। এই সিরিয়ালের নায়ক-নায়িকা সৃজন-পর্ণা বরাবরই সুপারহিট দর্শকমহলে।

‘নিম ফুলের মধু’  (Neem Phooler Madhu) ছাড়লেন এই জনপ্রিয় অভিনেতা,

সিরিয়ালে পর্ণার চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা। তার বিপরীতে সৃজনের ভূমিকায় রয়েছে অভিনেতা রুবেল দাস। একটা সময় লাগাতার টিআরপি তালিকায় বেঙ্গল টপারের  সিংহাসন নিজেদের দখলেই রেখেছিল  এই ধারাবাহিক। কিন্তু সময়ের সাথে সাথে ইদানিং দর্শকমহলে একঘেয়েমি তৈরি হয়েছে এই ধারাবাহিক নিয়ে।

একটা সময় দর্শকদের নিত্যনতুন চমক দেওয়ায় ‘নিম ফুলের মধু’র জুড়ি মেলাই ছিল ভার। কিন্তু এখন দিনে দিনে একঘেয়েমি এসে গিয়েছে এই ধারাবাহিকে। সিরিয়ালের বর্তমান  প্লট অনুযায়ী দেখা যাচ্ছে নামি রেস্তোরাঁর  খাবার খেয়েই অসুস্থ হয়ে পড়েছে সৃজন আর তার মা। আর তারপরেই আবার তার কেটে যায় পর্ণার।

এখন সে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে এই হোটেলের আসল মাথা কে? খোঁজ নিয়েই সাংবাদিক আলোকপর্ণা  জানতে পারে এই হোটেলের মালিক আসলে তার চরম শত্রু ইশা।  সেই-ই  গোপনে এই রেস্টুরেন্ট চালায়। এই রেস্টুরেন্টের  খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই।  তাই এবার আরো একবার ইশার মুখোশ খোলার পর্ব নিয়ে আসছে নিম ফুলের মধুর জমজমাট পর্ব।

আরও পড়ুন : আবার কপাল পুড়ল কোন মেগার? সোমবার থেকে এই স্লটে সম্প্রচারিত হবে ‘দুই শালিক’

তবে দিনে দিনে টিআরপি তালিকায় ধুঁকতে  থাকা এই মেগা সিরিয়াল বন্ধ হওয়ার জল্পনা তৈরি হয়েছে টেলিপাড়ায়। শোনা যাচ্ছে  নতুন সিরিয়ালকে জায়গা দিতেই এবার সম্প্রচার শেষ হয়ে যাবে নিম ফুলের মধুর। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত চ্যালেন কর্তৃপক্ষের তরফে কোন সিলমোহর  দেওয়া হয়নি।

এসবের মধ্যে এসে গেল এক দুঃসংবাদ। শোনা যাচ্ছে সিরিয়াল বন্ধের জল্পনের মধ্যেই নিম ফুলের মধু থেকে এবার বিদায় নিতে চলেছেন এক গুরুত্বপূর্ণ চরিত্র। সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন কিছুদিন আগেই গোয়েন্দার চাকরি পাওয়ার পর  দত্তবাড়ি ছেড়ে দিল্লি চলে গিয়েছে চয়ন। সিরিয়ালে শুরু থেকেই এই চয়নের ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা উদয় প্রতাপ সিং। তাঁর অভিনয় বারবার  মন জয় করেছে দর্শকদের।

Uday

তবে হঠাৎ তাঁর  ধারাবাহিক ছেড়ে  বেরিয়ে যাওয়ার খবরে এবার বেজায় মন খারাপ অনুরাগীদের। কিন্তু আচমকা  যেন সিরিয়াল ছাড়লেন উদয়? জানা যাচ্ছে  খুব তাড়াতাড়ি জি বাংলায়  আসছে একটি নতুন মেগা সিরিয়াল। সেখানেই সম্ভবত নতুন চরিত্রে অভিনয় করবেন তিনি। আর এটাই উদয়ের নিম ফুলের মধু ছাড়া সম্ভাব্য কারণ হতে পারে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর