বাংলাহান্ট ডেস্ক : এ যেন ‘দ্য কেরালা স্টোরি’র একেবারে অনুরূপ। তফাৎ একটাই, এটা কোনও চলচ্চিত্র নয়, বাস্তব। উত্তরপ্রদেশে গ্রেফতার ‘গণধর্মান্তকরণ’ কারবারের মাথা জামালউদ্দিন আলিয়াস ওরফে ‘ছাঙ্গুর বাবা’ (Chhangur Baba)। অভিযোগ, বিগত ১৫ বছর ধরে দেশজুড়ে ধর্মান্তকরণের কারবার চালাচ্ছিলেন তিনি। এর জন্য ১০০০ ছেলের ‘বাহিনী’ও বানিয়েছিলেন তিনি। তাদের কাজ ছিল, অল্পবয়সী মেয়েদের প্রেমের জালে ফাঁসিয়ে ধর্ম পরিবর্তন করানো। এমনকি এর জন্য মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ থেকে বিপুল পরিমাণ আর্থিক অনুদানও নাকি আসত বলে অভিযোগ। উত্তরপ্রদেশ অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের হাতে গ্রেফতার হতেই ছাঙ্গুর বাবাকে নিয়ে শোরগোল পড়েছে সর্বত্র।
উত্তরপ্রদেশে ধর্মান্তকরণের কারবার ‘ছাঙ্গুর বাবা’র (Chhangur Baba)
জানা গিয়েছে, উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এতদিন ধরে একরকম নির্বিঘ্নেই ধর্মান্তকরণের কারবার চালাচ্ছিলেন এই স্বঘোষিত ধর্মগুরু ছাঙ্গুর বাবা। একাধিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, তাঁর নাকি ১০৬ কোটি টাকার বিদেশি তহবিল রয়েছে। পাশাপাশি সূত্রের খবর, ছাঙ্গুর বাবার (Chhangur Baba) কাছ থেকে নাকি একটি ডায়েরি উদ্ধার হয়েছে যেখানে প্রায় ৬ জন রাজনৈতিক ব্যক্তিত্বের নাম রয়েছে, যাঁরা প্রচুর পরিমাণে নগদ অর্থ নিয়েছিলেন ‘বাবা’র কাছ থেকে। নাম রয়েছে বেশ কয়েকজন প্রাক্তন আধিকারিকেরও।
দীর্ঘদিন ধরেই চলছিল এই কাণ্ড: অভিযোগ, বলরামপুর এবং আশপাশের নির্বাচনী এলাকায় রাজনৈতিক প্রচারের সময় কোটি কোটি টাকা ঢেলেছেন ছাঙ্গুর বাবা (Chhangur Baba)। এমনকি তাঁর অনুগামীদেরও নাকি ভোট দেওয়ার জন্য অনুপ্রাণিত করতেন তিনি। এভাবেই তিনি তৈরি করেছিলেন নিজের সাম্রাজ্য। জানা যাচ্ছে, অনেকেই নাকি এ বিষয়ে অবগত ছিলেন। কিন্তু কখনও কোনো প্রতিরোধ পাননি ছাঙ্গুর বাবা (Chhangur Baba)। ফলত বেশ রমরমিয়েই চলছিল তাঁর ‘কারবার’।
আরও পড়ুন : বিশালাকার অজগরের মুখে অসহায় দুই শিশু, তারপরের ঘটনা যা ঘটল… বিশ্বাস হচ্ছে না নেটিজেনদের!
আসত বিপুল বিদেশি অনুদান: অভিযোগ উঠছে, বিদেশি অনুদানও নাকি পেতেন ছাঙ্গুর বাবা (Chhangur Baba)। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ থেকে ৩০০ কোটি টাকার ফান্ডিং তিনি পেতেন বলে অভিযোগ। তার জেরেই ফুলেফেঁপে উঠেছিল তাঁর সাম্রাজ্য। অথচ জানলে অবাক হবেন, একসময় নেপাল সীমান্তে সাইকেলে চড়ে তাবিজ আর আংটি বেচে বেড়াতেন জামালউদ্দিন। সেই এখন ‘ছাঙ্গুর বাবা’ (Chhangur Baba)।
আরও পড়ুন : আর্থিক সাহায্যের বদলে প্রতারণার শিকার, বিনা চিকিৎসায় মর্মান্তিক মৃত্যু একদা দাপুটে অভিনেতার
সরকারি হিসেব বলছে, ৪০ টিরও বেশি সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে ছাঙ্গুর বাবার নামে। এই সব অ্যাকাউন্ট থেকেই প্রায় ১০৬ কোটি টাকার লেনদেনের হিসেব মিলেছে বলে খবর। পাশাপাশি বলরামপুরে বিরাট অট্টালিকাও গড়েছেন ছাঙ্গুর বাবার। যদিও উত্তরপ্রদেশ এটিএস তা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে বলে খবর।